আমাদের কথা খুঁজে নিন

   

শুরুর কথা



# পোস্ট করেছেন: ০টি # মন্তব্য করেছেন: ০টি # মন্তব্য পেয়েছেন: ০টি # ব্লগ লিখেছেন: ৭ মাস ২ সপ্তাহ # ব্লগটি মোট ১৫৩ বার দেখা হয়েছে(বলাই বাহুল্য সবই আমার হিট ) জি হ্যা এটি আমার ব্লগার পরিসংখ্যান।গত ৭ মাস ২ সপ্তাহ প্রায় প্রতিদিন ই এই ব্লগ এ ঢুঁ মেরেছি।প্রিয় পোস্টের তালিকাটি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে।কিন্তু একটি পোস্ট ও করা হয় নি।এমন অনন্যসাধারণ রেকর্ড আর কারো আছে বলে আমার মনে হয় না।যাই হোক অবশেষে লেখা হল।এলাম,দেখলাম............................................,লিখলাম,এবার দেখি জয় করতে পারি কিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।