আমাদের কথা খুঁজে নিন

   

মাকড়শা কিভাবে সন্তান জন্ম দেয় ?

সাদামনের মানুষ আমি : প্রথমতো সবকিছু সন্দুররূপেই দেখতে চাই... মাকড়শার ডিম ফুটে বাচ্চা বের হয়; মা মাকড়শা সেই ডিম নিজের দেহে বহন করে বাচ্চা বের না হওয়া পর্যন্ত; প্রকৃতির নিয়মে একসময় ডিম ফুটতে শুরু করে; নতুন প্রাণের স্পন্দন দেখা যায় ডিমের ভেতর; এসেছে নতুন শিশু কিন্তু খাদ্য কোথায়? ক্ষুধার জ্বালায় ছোট ছোট মাকড়শা বাচ্চারা মায়ের দেহই খেতে শুরু করে ঠুকরে ঠুকরে; সন্তানদের মুখ চেয়ে মা নীরবে হজম করে সব কষ্ট, সব যন্ত্রনা একসময় মায়ের পুরো দেহই চলে যায় সন্তানদের পেটে; মৃত মা পড়ে থাকে ছিন্ন বিছিন্ন হয়ে আর সন্তানেরা এগোয় নতুন পৃথিবীর দিকে... 'মা' এই শব্দের ঋণ শোধ হবার নয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।