আমাদের কথা খুঁজে নিন

   

আমি ও মাকড়শা ধরা কিছু স্মৃতি !!!

আজ কিছুই লেখার নেই। পৃখিবী থেকে আলো নিভে আসছে খুব ধিরে..... আমাকেও উঠতে হবে, ভাবছি কিছু ফেলে গেলাম কিনা ! না, ফেলে যাইনি। বস্তুগত হিসেবে তো কিছু নয়ই- প্রতিদিনের মতোই ফেলে যাওয়া শুধু বিরাট পেছনটাকে, কিছু দীর্ঘ্যশ্বাষ,মনের কোনে খুব যত্নে জমে থাকা কিছু স্মৃতিকে- স্বপ্নে টইটুম্বুর আমরা যখন একে অন্যের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্ট চালিয়ে যেতাম অবিরল- ঠিক তখনই- তোমার মিষ্টি অভিযোগ !!! অভিযোগের "মানে" না বোঝার মতো- অপক্ক ছিলাম না.... তবে বেশি সাহস করতে যাইনি কখনো পাছে তুমি রাগ করো ! দুরে সরিয়ে দাও আমাকে- দেবী, তুমি কি জানো,আমি এখনো সাহস করিনা সাহস করতে পারিনা-কি হতো, একটু দোষের কিছু হলে ! সেই তো আবার অর্থদন্ডে মানুষ মেপে সব বিনিময় ! আমি আগেও মানুষ ছিলাম এখনো তাই- সময় শুধু চোখের নিচে দাগ ফেলেছে মনতো আর হাতরে ধরা যায় না তাই বাঁচা ! তাই তো, কেটে যাওয়া ঘুড়ির মতো পাক খেতে খেতে আবারো এখানে এসে পরি। যদি পরিচিত বাতাসে সেই মাতাল করা গন্ধ ভেসে আসে ! যদি তোমার খোঁপার বেলি একটু দয়া করে ! স্মৃতিতে মাকড়শা ধরে যাচ্ছে, আবছা হয়ে আসছে সব,আরো ঝাপসা । এখানকার গাছ আর পাখিগুলো আমার আত্মীয় আমার তো এখন সম্পদ বলতে এটুকুই- গাছ,পাখি আর তোমার অবহেলে ফেলে যাওয়া কিছু স্মৃতি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।