আমাদের কথা খুঁজে নিন

   

সাধুর বাজারে কে যাবি ? চল যাই

এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় । ~~~ঃঅগ্যাতো সাধকের কথা ঃ~~~ ঢেউ আর সাগর একই পানি হএ ঢেউ মৈলে কভু সাগর না মরএ। দেখতে না পারি যারে তারে বলি শূন্য তাহারে চিন্তিলে দেখি পুরুষ হিএ ধন্য। নাম শূন্য কাম শূন্য শূন্যে যার স্থিতি সে শূন্যের সঙ্গে করে ফিকির পিরীতি। *** ~~~:“কবীর” ক্ষিতি মোহনসেন এর সম্পাদনায়ঃ~~~ সেই স্বামী সকলরূপে আপনাকে ব্যাপ্ত করিয়া প্রাণ হইয়া আছেন সকলরুপের। সেই দেশে নিত্য পূর্ণিমা- কখনও সেখানে হয় না অন্ধকার। এক সূর্য্যের আর কোন কথা- কোটি সূর্য্যের সেই ধাম সমুজ্জ্বল। যাঁহার নির্ম্মল দৃষ্টি, যাঁহার আত্মা ব্রহ্ম নামের আধার, তিনি ‘আমি’ ‘তুমি’ এই ভেদজ্ঞান হইতে মুক্ত, তিনিই সাধনার রহস্যে প্রবেশ করিতে সমর্থ্- কবীর এই কথাই বলিতেছেন- কবির কহেন, জ্ঞান যেখানে নির্ম্মল সেখানে খণ্ডের মধ্যে অখণ্ড লক্ষিত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।