আমাদের কথা খুঁজে নিন

   

সাধুর অন্তর, ময়ুর সিংহাসন

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

নিজেকে বাতিল ঘোষণা করে ফিরে এসেছি। খড়ের ছায়ায় পুতুল বানানো হাতের দিকে ফিরে যেতে চাই। জেব্রাক্রসিং থেকে সরিয়ে নিয়েছি দেহমুগ্ধ শ্রীমতির বিপুল আগ্রহ। জীবন-মৃত্যুর অন্তর্বতী কালো ঢেউয়ের ঢালে ছড়িয়ে দিয়েছি আমার অন্তর, পুষ্পমালার ব্যথা কুড়ানো হাওয়ায় আমি যাদের সাথে মিশতাম যাদের মনের তলে সামাজিকতা চুপ করে থাকে, তাদের থেকে আমি আমার ডানা ভাগ করে নিয়েছি। আমার ডানায় বৃষ্টির ঘ্রাণ, সমগ্র মনোজগত ভিজে আছে গভীর বৃষ্টিতে, আমি ফিরে যাচ্ছি সুঁই সুতোর মাঝখানে অস্থির আঙুলে। পুতুল খেলা বালিকাদের মুহূর্তগুলো এবার ধরে রাখবো, ধরে রাখবো এবার ঘাসের উপর নৃত্যরত পাখিছানাদের অবাধ কল্পনা। যাদের পা ঘোরানো পিছনের দিকে তাদের থেকে আমি পৃথক করে নিয়েছি আমার সীমানা। আমি আবারো ব্রাত্যজনের পায়ের কাছে ঝরাফুলের গন্ধ থেকে একে একে খুলে রাখছি সাধুর অন্তর, ময়ূর সিংহাসন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।