আমাদের কথা খুঁজে নিন

   

সাধুর ভন্ডামি

ছবির ভাসা

এক মহিলা তার একটা ছেলে ছিলো, ছেলেটা কথা বলতে পারত না, একদিন সাধু তাকে এসে বলে মা তোর একটা ছেলে আছে তাই না, মহিলা অবাক হলো, মহিলা তখন সাধুকে বললো আপনি কি করে জানলেম, সাধু বললো আমি আরো অনেক কিছু জানি, এটাও জানি তোর ছেলে কথা বলতে পারে না, আর বলে তুই চিনতা করিশ না তোর ছেলে কথা বলতে পারবে, মহিলা তখন কাদু কাদু হয়ে বললো বাবা তুমি সত্তি বলছো আমার ছেলে ভালো হবে, সাধু বললো এর জন্ন তোকে অনেক কিছু করতে হবে, মহিলা বললো তুমি জা বলবে আমি তাই করবো, সাধু তখন বললো তালে আমাকে তোর ঘরে নিয়ে চল, নিয়ে গ্যাল, প্রথমে সাধু বললো যা এবার ভালো করে মুখ হাত ধুয়ে আয়, তার পর বললো তোর ছেলেকে ঠিক করতে 5 হাজার টাকা লাগবে, মহিলা তখন বললো বাবা আমার কাছে এতো টাকা নাই সাধু বললো কতো টাকা আছে বললো 2 হাজার টাকা আছে , যা তালে যত টাকা গয়না গাটি আছে সব এক জাগায় এনে রাখ, মহিলা আনলো, তারপর সাধু বললো, এবার যা বাজার থেকে একটা লাল সারি নিয়ে আয়, আর একটা বড় মাটির হারি নিয়ে আয়, মহিলা আনলো, তার পর সাধু বললো এবার শোন তোর ছেলে তো ঠিক হয়ে জাবে যা এবার আমার জন্নে ভালো করে একটা পান নিয়ে আয়, মহিলা জখন পান আনতে গেল সাধুতার সব টাকা গয়না সব নিয়ে সারির মদ্ধে ইট পাথোর ভরলো আর হারিতে বড় একটা সাপ রেখে সব জিনিস নিয়ে চলে গালো.......। মহিলা এসে দেখে তার কিছু আর নেই হারিটা খুলতেই সাপটা বেরিয়ে পাসে নিম গাছ ছিলো , গাছে উঠে গালো...........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।