শাফিক আফতাব---------- পত পত উড়ছে লাল পতাকা, জোয়ারের বেলা তাই হও অশুচি, ভাঁটার সময় কত রঙে ছবি আঁকা ; আমি তখন হয়ে যাই জুতোর মুচি। রক্তস্রোতে শিরশির ; ফাগুণ বাতাস, কুলোতে সাজায়ে ধরো রঙিন ফুল গরম হয়ে আসে আমাদের শ্বাস সহসাই হয়ে যায় মস্ত এক ভুল। ভুল থেকে ফুল ফোটে ; তা থেকে ফল, আমরা দুজন তখন কৃষাণ-কৃষাণী, ভোরের বাতাস তখন কত নির্মল। মালা গেঁথে কাটে তখন মুধযামিনী। সুড়ঙ্গের পথ ধরে আসে সৈনিকদল যাদুর গুঁটিতেই পৃথিবী উৎফুল্ল উতল। ২৬.০৩.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।