আমি খুব সাধারণ
আজকে ইউনিভার্সিটিতে আসার পথে একটা গানের কথা মনে পইড়া গেলো। আমার পিচ্চি বেলায় শোনা ফেরদৌসী রহমানের উপস্হাপিত "এসো গান শিখি"-র একটা গান:
"যাদুর পেন্সিল, আহা যাদুর পেন্সিল
আমার থাকতো যদি এমন একটি যাদুর পেন্সিল।
তাতে যা আঁকা যায়, যদি সত্যি হতো
তবে হাতের মুঠোয় পেতামরে ভাই বিশ্ব নিখিল।"
সত্যিইতো, যদি পাইতাম যাদুর পেন্সিল তাইলে বিশ্ব রাজাকার "মইত্যার"-চাইরদিকে ইস্পিশাল হাজতখানা আঁইকা দিতাম যাতে হালায় বাইর না হইতো পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।