আমাদের কথা খুঁজে নিন

   

থুথু মারি ওই ভদ্রতা মুখে

আমি সময়ের চাপে ভদ্রসাজা আমি মধ্যবৃত্ত- ভীরু বাঙ্গালী মনে মধ্যে বোমা নিয়ে চলা চাপে চাপা খাওয়া কাঙ্গালী। রাস্তায় গেলে মৃত্যুর ভয় মাসেল ম্যন আর পাওয়ারের জয় খনিজ-বনজও লুটপাট হয় সুদিন কোথায় হারালি !!! আমি সময়ের চাপে ভদ্রসাজা আমি মধ্যবৃত্ত বাঙ্গালী । শেয়ার বাজার ভেঙ্গে খান খান বাজারে-আগুন,যায় বুঝি প্রান !!! রিকশাওয়ালাও সাজে মহাজন সুখের ঘুম যে হারলি। আমি মনের মধ্যে বোমা নিয়ে চলা চাপে চাপা খাওয়া কাঙ্গালী, আমি ঘুমে আচ্ছন্ন বাঙ্গালী। করেনিকো প্রতিবাদ ? মুজিব-জিয়া-রফিক-সালাম কি তাদের অপরাধ ! আমরা তাদেরই স্বপ্ন মানুষ তাদেরই মতন দেহ বুকে নেই শুধু সাহস মোদের পাছে ভদ্রতা ঘটে হেও.....!!!??? থুথু মারি ওই ভদ্রতা মুখে কাপুরুষ বানায় যা- এই দেশ আজ আমার, এই দেশই আমার মা।

ভালদিন আসে নাই- আমি্ও ঘুমাই, তুমিও ঘুমাও হাত গুটিয়ে বসে রই। আর কতদিন তুই,বসে রবি ভাই? ঠেলে-ঠুলেই দিন চালালি ! আমি সময়ের চাপে ভদ্রসাজা আমি মধ্যবৃত্ত,আমি বাঙ্গালী । ভালো থাকা করে কয়? পেটে না খেয়ে পিঠে সয়ে চলা বেড়ি পরে যে বসে রয় !!! তোমার বেড়ির চাবি আছে ভাই তোমারই মনের মাঝে, খুঁজে দেখো আজ, পাবে সেই চাবি তোমারই হৃদয় বাজে। ভাসানি-মুজিব-তাহের আসুক জাগুক নতুন প্রান হাতে-হাত রেখে,গেয়ে যাবো মোরা নতুন দিনের গান। ইতিহাস ঘেটে দেখো- রফিক-সালাম প্রতিবাদ করে, করেনিকো কোন পাপ আমরাই শালা ভীতুর ডিম বাঙ্গালীর অভিশাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।