আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃণার থুথু চিটায়ে দিলাম

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ

বিমূর্ত নষ্ট সন্তানের হাতে ধর্ষিতা জননী,
দিনে দিনে পাপের তরলে অতল গভীরে
রক্ত মাংস শুষে বেড়ে উঠে নষ্ট ভ্রুণ;
ষোল কোঠি মানুষের না না উপেক্ষা করে
লোভের ফাঁদে ছলে বলে কৌশলে
আপন পায়ে কুঁড়াল মেরে
শয়তানী প্ররোচনায় নষ্টা ধাত্রীর অপবিত্র হাতে
পবিত্র প্রাসাদের অন্ধকারে ভুমিষ্ট হয়
কিছু মূর্তিমান জারজ;

ঘৃণার থুথু চিটায়ে দিলাম শুধু
আকাশে বাতাসে উর্ধ্বে অধে চর্তুদিকে
পাপী তাপী জনে জনে নির্বোধ কলঙ্কিত
চৈতন্যহীন চেনা অচেনা সকল মুখে;

বোধের উদয় জানি না হবে কভে
এক দিন হয়তো হবে
ঘৃণার আগুনে পুড়ে
রাজ্য জুড়ে আগুন যে দিন জ্বলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।