আমাদের কথা খুঁজে নিন

   

থুথু

মুহসিন আব্দুল্লাহ

থুথু মুহসিন আব্দুল্রাহ তুই নাচ্ । তোর ওই মেদমত্ত শরীর নিয়ে। কারণ, জীবনে কখনো নাচিসনি তুই । তুই খা। ডাস্টবিনের এই পঁচা খাবার যা ফেলেছিলি না খাইয়ে মৃতপ্রায় মানুষকে।

চেটে নে তোর থুথু । যা নিক্ষেপ করেছিলি কালো নোংরা টোকাইয়ের গায়ে। আজ হাতে নে এই ভিক্ষার ঝুলি। কলমের খোঁচায় যা লিখেছিলি তুই আমার জন্যে। আজ তোকে পড়তেই হবে এই নোংরা ছেড়া কাঁথা গাড়ির জানালায় একদিন যা দেখে তুই কুঁচকেছিলি নাক মুখ।

আজ তোকে ঘুমাতেই হবে এই উলঙ্গ ফুটপাতে। জড়িয়ে ছেঁড়া চট কত রক্ত খেয়েছিস তুই সারাটি জীবনভর আজ দিতেই হবে হিসাব তোকে অহংকারী নর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।