নীল সাগরের ঢেউ আজ ৪২তম স্বাধীনতা দিবস। আজ থেকে ৪১ বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম প্রিয় বাংলাদেশ। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের অর্জন অনেক। অবশ্যই এ অর্জন জনগণের একান্ত প্রচেষ্টার ফসল। রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে যত না সহযোগিতা করেছে, তার চেয়ে প্রতিবন্ধকতাই তৈরি করেছে বেশী।
স্বাধীন ও গণতান্ত্রিক দেশের নাগরিকরাই রাজা, সার্বভৌম ক্ষমতা তাদের হাতেই থাকার কথা, কিন্তু না ৪১ বছরেও এ মর্যাদা এদেশের মানুষ পায়নি। আজো তারা প্রজা । শাসক রাজনৈতিক দল, আমলা, সিভিল প্রশাসন, পুলিশই রাজা। জনগণকে যে কোন সময় সাদা পোশাকের পুলিশ কিংবা পোশাকের পুলিশ ধরে নিয়ে যাবে, তারপর নির্যাতনের স্টিমরোলার চালাবে অবৈধ অর্থ আদায়ের জন্য, যদি জানে বাচেঁ ডান্ডাবেরি পরিয়ে হাজির করবে আদালতে, সবার সাথেই তাদের আচরণ চোর গুন্ডার মতো, বিরোধীদলের রাজনৈতিক কর্মীরা এখন আর দেশের সম্মানিত নাগরিক নন, তাদের মর্যাদা রাজবন্দি নয়, তারা দেশের শত্রু রাস্ট্রদ্রোহি। অবলা নিরীহ সাধারণ নাগরিকদের বেলায় কখন যে কী ঘটে কেউ জানে না, মিছিলকারীরা মিছিল করে চলে যায়, পুলিশের গুলিতে মরে , নয় তো ধরা খায় অবলা প্রজা।
এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আর রক্ষা নেই। কারণ প্রজাতন্ত্রের সবাই প্রজা। রাজার বিরুদ্ধে কিংবা রাজকর্মচারীর বিরুদ্ধে নালিশ এ তো রীতিমত বিদ্রোহ।
এমন স্বাধীনতার জন্য কি লাখো শহীদ বুকের তাজা রক্ত ঢেলে স্বাধীনতা এনেছেন। গণতান্ত্রিক ব্যবস্থা বহু দল থাকবে মত থাকবে।
নির্বাচন হবে , নতুন দল ক্ষমতায় আসবে। আগের দল বিরোধী দলে থেকে দেশ সেবা করবে। কিন্ত আমার প্রিয় দেশে নির্বাচন মানেই হানা হানি, রক্ত ক্ষয়, সরকার বদলের শান্তিপূর্ণ একটি পদ্ধতি কেন আমরা এই ৪১ বছরেও বের করতে পারিনি। কারণ এদেশের রাজনৈতিক নেতারা এক একজন সামন্ত প্রভু। তারা ক্ষমতা এক বার দখল করলে ছাড়তে চায় না।
যে কোন মূল্যে বিরোধী দলকে নির্মূল করতে চায়। দমন করতে চায়।
ভিন্ন মত দলনের নাম কি গণতন্ত্র, ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করলেই কি সরকার গণতান্ত্রিক হয়, হায়, কপাল আমাদের এদেশের গণতন্ত্র উদ্ধারে বার বার সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। এদেশের মানুষের কাছে প্রশ্ন করলে অনেকেই হয় তো বলবেন, এমন গণতন্ত্রের চেয়ে সামরিক সরকারের অধীনে তারা ভাল ছিলেন। এমন আত্মঘাতী স্বীকৃতি নিশ্চয় তারা সুখে কেউ দেয় না, যখন গণতন্ত্রের নামে হিটলারি শাসন চলে, তখনই জনগণ এমন কথা বলে।
রাজনৈতিক দলগুলো সত্যিকারে গণতন্ত্রের চর্চা করবে, জনগণকে প্রজা নয় সাবভৌম ক্ষমতার মালিক মনে করবে এই প্রত্যাশা করছি এবারের দিবসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।