আমাদের কথা খুঁজে নিন

   

উল্টো রথে উলটো পথে চলছি!

মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে আমি সময়ের কথা বলছি- নিয়তির জোয়ারে গা ভাসিয়ে তাই স্রোতের বিপরীতে চলছি। আমি যুব সমাজের কথা বলছি-তাদের, ফ্যাশানের নাম করে রুচিহীন এক উন্মাদনায় গড়ে তুলছি। আমি কবিতার কথা বলছি- ডায়েরির পাতা জুড়ে প্রেমের কবিতা রুপে নোংরা কথার মালায় যৌনতাতে ভরে ফেলছি। আমি রমনীর কথা বলছি-মোরা মমতা ভরা অবলা নারীর বদলে আজ, উগ্রতার অভিশাপে বিষময় ফনা তুলছি। আমি প্রেমের কথা বলছি- মিথ্যার মায়াজালে ন্যায় নীতি ভুলে গিয়ে, পবিত্র প্রেমকে তাই কলুষিত করে চলেছি। আমি বিবেকের কথা বলছি, আত্মাকে বন্ধক রেখে-লোভের ফাঁদে পড়ে প্রতিনিয়ত তাই দুর্নীতির পাহাড় গড়ছি। আমি শ্রমিকের কথা বলছি- কলের চাকার তালে তালে ভাগ্য তার দুলে চলে, মালিক হয়েও তাদের ন্যায্য মজুরী খেয়ে ফেলছি। আমি কৃষকের কথা বলছি- রোদে জলে পুড়ে পুড়ে ফসল ফলানোর পরে, অর্ধেক দামে তা মহাজনের ঘরে তুলছি। আমি সমাজের কথা বলছি- ধনী আর গরীবের মাঝামাঝি পড়ে আজ, মধ্যবিত্ত যারা-অনিশ্চয়তার দোলাচলে দুলছি। আমি শাষনের কথা বলছি- জনতার ভোটে জিতে-বড় নেতা মন্ত্রী হয়ে,শেষে- অত্যাচারের ষ্টীম রোলার এই জনতার পিঠেই ডলছি! আমি শোষনের কথা বলছি- ভ্যাট ট্যাক্স বসিয়ে-তেলের দাম বাড়িয়ে,পুঁজিপতি- নেতাদের ভুঁড়ি আর পকেটের সাইজটা বড় করে তুলছি! আমি আমার কথাটা বলছি- আজব দেশের যাঁতাকলে পড়ে গেছি গ্যাঁড়াকলে,তাই- সোজা পথ ভুলে গিয়ে,উল্টো রথে উলটো পথে চলছি!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।