হামলার পর সানাউল্লাহ কোমায় চলে গিয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
পাকিস্তানের কারাগারে ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বন্দি থাকা সর্বজিৎ সিং-এর ওপর এপ্রিলে হামলার জেরে গত সপ্তায় সানাউল্লাহর ওপর হামলা চালানো হয়।
সর্বজিৎ সিংও চিকিৎসাধীন অবস্থায় পাকিস্তানের হাসপাতালে মারা যান। পরবর্তী সময়ে সর্বজিতের মরদেহ ভারতে নিয়ে আসা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
গত শুক্রবার কোটবাওয়াল কারাগারে সানাউল্লাহর ওপর খুনের এক আসামী সাবেক সেনা হামলা চালায়। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থার অবণতি ঘটলে তাকে চন্ডিগড় হাসপাতালে পাঠানো হয়।
মাথায় গুরুতর আঘাত লাগায় এক পর্যায়ে সানাউল্লাহ কোমায় চলে যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।