আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গি সন্দেহে ৩ পাকিস্তানি আটক

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান অব পাকিস্তানের (টিটিপি) সদস্য সন্দেহে তিন পাকিস্তানিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এরা হলেন- মেহমুদ (২৬), ওসমান (২৩) ও ফখরুল হাসান (৫০)। এরা পাকিস্তানের কৌরাঙ্গি ও মালির বাসিন্দা।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমির গেট থেকে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তিন পাকিস্তানির কাছ থেকে বোমা তৈরির ম্যানুয়াল ও বিভিন্ন সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যসহ একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মেহমুদ ও ওসমানের কাছ থেকে কোনো ভিসা পাওয়া যায়নি। ফখরুল হাসানের কাছ থেকে পাসপোর্ট উদ্ধার করা হলেও তা মেয়াদ উত্তীর্ণ। তারা টেকনাফ যাওয়ার জন্য কাকরাইল অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.