প্রেমের জন্য সংসার ছেড়েছেন মরেছেন প্রেমিকের হাত ধরেই আর তাতেই তিনি হয়েছেন অমর। বলছি, প্রিন্সেস ডায়ানার কথা। ব্রিটিশ রাজবধূ হয়ে তিনি যতটা পরিচিতি পান তার চেয়ে ঢের বেশি জনপ্রিয় তিনি তার প্রেমের কারণে। ডায়ানার প্রেম জীবন অনেকের জানা। কিন্তু মাঝেমধ্যে কিছু অজানা ঘটনা নতুন করে বিস্মিত করে ডায়ানার অনুরাগীদের।
তেমন একটি ঘটনা জানা গেছে সম্প্রতি। পাকিস্তানি হার্ট সার্জন হাসনাত খানকে পাগলের মতো ভালোবাসতেন প্রিন্সেস ডায়ানা। এমনকি তাকে বিয়ে করে পাকিস্তানি বধূ হতে চেয়েছিলেন ডায়ানা। তার হাত ধরে যুক্তরাজ্য ছেড়ে হাসনাতের সঙ্গে পাকিস্তানে চলে যেতে চেয়েছিলেন। হাসানাত-ডায়ানার প্রেম-গল্প প্রকাশিত হলেও ডায়ানার পাকিস্তানে চলে আসাটা নতুন কিছু।
এমন তথ্যই প্রকাশ করেছেন ডায়ানার বন্ধু ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা খান। ব্রিটিশ ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার ‘দ্য গ্র্যান্ডমাদার প্রিন্স জর্জ নেভার নিউ’ নামে এক আর্টিকেলে জেমিমা এ কথা বলেছেন। ভ্যানিটি ফেয়ারের এই সংখ্যাটি সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হবে। এই সংখ্যার প্রচ্ছদে ডায়ানার ছবি রয়েছে। জেমিমা বলেছেন, হাসনাতের সঙ্গে ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ডায়ানার সম্পর্ক ছিল।
একবার লাহোরে এক ফান্ডরাইজিং অনুষ্ঠানে ডায়ানা আমার উপদেশ চেয়েছিল। জেমিমা এই ম্যাগাজিনের কন্ট্রিবিউটিং এডিটর সারাহ এলিসনকে বলেন, ডায়ানা তখন আমার কাছে জানতে চান পাকিস্তানে মানিয়ে নেয়া আমার জন্য কতটা কঠিন ছিল। তিনি ওই সময় বিয়ে নিয়ে আলোচনা করতে হাসনাতের পরিবারের সঙ্গেও গোপনে দেখা করেন। প্রকৃতপক্ষে ডায়ানা হাসনাতের পরিবার বিশেষ করে তার মায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। তার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও দেখা গেল তার দ্বিতীয় প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এক প্রভাবশালী পরিবার।
ডায়ানার বিয়ে ও বিচ্ছেদ হয়েছিল ব্রিটিশ প্রিন্স চার্লসের সঙ্গে এবং তার সন্তান ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী। এমতাবস্থায় হাসনাতের মা নাহিদ খান সম্ভবত চাননি তার ছেলে এমন এক ইংরেজ নারীকে বিয়ে করুক। জেমিমা বলেন, কোনো ইংরেজ নারীকে বিয়ে করা প্রত্যেক রক্ষণশীল পশতু মায়ের জন্য দুঃস্বপ্নের চেয়েও বেশি কিছু। ডায়ানার বন্ধুরা বলেছেন, হাসনাতের ঔরসে মেয়ে সন্তান চেয়েছিলেন ডায়ানা। বিয়ে ও সন্তান নিয়ে এই জুটির আলোচনা সত্ত্বেও তাদের সম্পর্ক ভেঙে যায়।
কারণ ডায়ানা তখন দোদি আল ফায়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
তথ্যসূত্র
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।