হৃদয়ে থাকুক বসন্ত
একে একে সব জনপ্রিয় ব্লগার চলে যাচ্ছেন,সামু ছেড়ে। নাফিস ভাই গেলেন,নীরবে। কিন্তু তার ভক্তদের চোখ এড়াতে পারেননি। তার সব পোষ্ট ড্রাফট করা,অনেকের নজর এড়ায়নি। আজ, একজন চলে যাচ্ছেন বৃষ্টি ভেজা সকাল ১১
কেউ ঘোষনা দিয়ে যাচ্ছেন।
কেউ নীরবে চলে যাচ্ছেন। ডিস্কো বান্দর অনেকদিন পোষ্ট দেননা। দারুন। সামুর অনেক ব্লগার আবার তাদের বিদায়ী পোষ্টে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। সেটাও অসাধারন।
আমরা যারা ব্লগ লিখি, তারা আর সবার থেকে একটু অন্যরকম। সবাই ব্লগ লিখেনা। আমরা লিখি। আমাদের কাছ থেকে এরকম বিদায়ী সম্ভাষন পাবেন নাতো কি পাবেন! আমাদের চিন্তা, মুক্তচিন্তা। আমরা কাউকে ছেড়ে কথা বলিনা।
আপনারা মনে কষ্ট পেয়ে যাচ্ছেন। তাতে কি? আপনারা ব্লগ লিখে, কিছু মানুষকে তৃপ্তি দিয়ে কম টাকা কামিয়েছেন? আমরা কি কম টাকা কামাই? সামু কি আমাদের কম বেতন দেয়? বেতনভুক্ত হলে,মালিকের উদাসীনতা একটু সইতেই হবে। আপনারা পারেননি। তাই চলে গেছেন,ভালো হয়েছে। খুশি হলাম।
অনেক খুশি। আনন্দে বগল বাজাচ্ছি। মন্তব্য গ্রহন করবেননা কেনো?
খারাপ লাগে? যাদের জন্য, ব্যাস্ত সময়ের মাঝেও পোষ্ট দিয়েছেন। যাদের ভালোবেসেছেন, তাদের কাছ থেকে দু-চারটা লাথি, কিল-ঘুশি না নিয়ে কেনো যাবেন?
আর,আপনারা চলে গেলেই বা কি? সামুর হিট কমে যাবে? কখোনোই না। যৌবনযাত্রার হিট কি কম হয়? পর্ন সাইটে কি হিট কি কম হয়? সামুতেও হবেনা।
কখোনোই না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।