সরকার হঠাৎ করেই জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করল ,কেন করল তা নীতি নির্ধারকগণ ভাল বলতে পারবেন । আমাদের মতো সাধারন মানুষের তাতে কি লাভ বা কি ক্ষতি তা চিন্তা করার মতো সময় তাদের কোথায় ? কিন্তু জ্বালানী তেলের মূল্য ৫টাকা লিটার প্রতি বাড়ার ফলে কত দিক দিয়ে যে আমাদের খেসারত দিতে হবে আল্লাহ মালুম । তবে যারা দাম বাড়িয়েছে তাদের ব্যয় কতটা বৃদ্ধি পাবে তা না জানলেও একজন সাধারণ নাগরিকের কি পরিমান ব্যয় বাড়তে পারে তা নিজের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি-
আমি একা ঢাকা শহরে থাকি-সকাল ও রাতে হোটেলে এবং দুপুরে অফিসে খাই । অফিসে যাতায়াত করি রিক্সা এবং বাসে । মাঝে মাধ্যে সিএনজি অটোরিক্সায় চড়ি ।
তেলের দাম ৫ টাকা বৃদ্ধি পেলেও জানুয়ারী হতে আমার খরচ বৃদ্ধি পাবে প্রায় ৩৫০০ টাকা -
১। সকাল ওরাতের খাবার খরচ বৃদ্ধি প্রতি বেলায় ৫টাকা -৫+৫=১০ টাকা প্রতিদিন । মাসে = ৩০০ টাকা ।
২। দুপুরে অফিস মিল বৃদ্ধি ------------------------------ মাসিক = ২০০ টাকা ।
৩। বাস এবং রিক্সা ভাড়া বৃদ্ধি ৫+৫= ১০টাকা প্রতি বার। দিনে ২০টাকা বৃদ্ধি । মাসিক = ৬০০ টাকা ।
৪।
বাড়ী ভাড়া বৃদ্ধি------------------------------------মাসিক = ১৫০০ টাকা ।
৫। নিত্য ব্যবহৃত জিনিসপত্রের খরচ বৃদ্ধি--------------------------মাসিক = ৫০০টাকা ।
৬। অন্যান্য খরচ বৃদ্ধি---------------------------------- মাসিক = ৫০০ টাকা ।
এটা একান্তই আমার ব্যক্তিগত হিসাব। তবে পরিমাণে কম-বেশী সবার খরচ যে বাড়বে এটা বলার জন্য নিশ্চয়ই অর্থনীতিবিদ লাগবে না ।
আমরা পত্রিকায় লেখা দেখে জেনেছি সরকার তেলের উপর ভর্তূকি দিয়ে সরবরাহ করছে । প্রতি বছর সরকার কি পরিমান ভর্তুকি দিচ্ছে তাও জেনেছি । শুধু জানতে পারিনি মাথা পিছু কি পরিমান জ্বালানী খরচ করছি ।
এটা ২ ধরনের হিসাব হতে পারে ১.জাতীয় ভাবে ২.ব্যক্তিগত ভাবে । বাংলাদেশের নাগরিক হিসেবে যেহেতু জন্ম নিয়েছি মাথা পিছু -ঋন নিয়ে ;কাজেই জাতীয় সকল কিছুর অংশীদার হওয়া বাধ্যতামূলক । কিন্তু যে আমি ব্যক্তিবাবে ১লিটার জ্বালানীও ব্যবহার করছি না তাহলে আমাকে কেন মাসে ৩৫০০ টাকা টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে । এভাবে প্রতিটি নাগরিককে অন্যের ব্যক্তিগত জ্বালানী ব্যবহারের দায় কেন বহন করতে হবে ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।