আমাদের কথা খুঁজে নিন

   

যাবো কই অামরা, অাসুন পালাই পালাই এ দেশ ছেড়ে

দর্শক, শাহবাগের তরুনা ইসলামী ব্যাংক বন্ধ করার দাবী জানিয়েছে.............. আর এ মুহূর্তে একটা বিরতি নিয়ে আমরা চলে যাচ্ছি ইসলামী ব্যাংক প্রধান সংবাদে। একটি প্রখ্যাত চ্যানেলে এভাবেই ঘোষনা করা হলো সংবাদের আগ মূহুর্তে। আর এ চ্যানেলের বেতন হয় পুরোটাই ওই ব্যাংকের অর্থ দিয়ে। দেশের প্রতিটি চ্যানেলেই ইসলামী ব্যাংকের অর্থ দিয়ে সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার হয়। আর সংবাদ পত্র , আমরা তো দেখতেই পেলার গত কয়েকদিনের প্রখম পাতায়, কি বলতে চায় ইসলামী ব্যাংক, সবই ছাপা হলো বিজ্ঞাপন আকারে।

মুখে ব্যাংক বন্ধের দাবী করলেও টাকা নিতে কোন লজ্ঝা করেনি এসব সংবাদপত্র। কার কাছে আমরা কি প্রত্যাশা করবো এই দেশে। শাহবাগ আন্দোলনের মিডিয়া পার্টনার একটি পত্রিকায় দেখলাম ব্যাংকের প্রধান নির্বাহীর পাতা জুড়ে সাক্ষাতকার। হা হা হা আজব এ দেশ। শোনা যায় এ সুযোগে ইসলামী ব্যাংকের বিজ্ঞাপনের রেট নাকি কয়েকগুন বেশী আদায় করছে মিডিয়াগুলো।

সত্যিই বাজিকরের দেশ.........  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।