আজ সকালে পত্রিকা পড়ে মনটা খুবই খারাপ হয়ে গেল। গত বুধবার মাঝ রাতে খুলনা যশোর মহাসড়কের নওয়াপাড়ায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিবিসির বাংলা সংলাপ বিভাগের অনুষ্ঠান ব্যবস্থাপনা সহকারী সাইফুল ইসলাম রাসেল। ওই দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার এবং বুধবার দুদিন ব্যাপী বিবিসির মেয়র প্রার্থীদের নিয়ে রাজশাহীতে আয়োজিত সংলাপ শেষে তারা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
রাজশাহীতে বিবিসির সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠান শুরুর আগে রাসেল ভাই সাংবাদিকসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলছিলেন অনুষ্ঠান চলঅকালে কি কি করতে হবে।
তিনি মেয়র প্রার্থীদের প্রশ্ন করেছিলেন চাপাইনবাবগঞ্জে বেশি আম হয় কিন্তু মানুষ কেন বলে রাজশাহীর আম?
দু দিনের ওই অনুষ্ঠানে রাসেল ভাইসহ কয়েকজন ব্যক্তি যেন খুবই কাছের হেয় গিয়েছিল আমাদের।
রাসেল ভাইয়ের এই অকাল মৃত্যুর জন্য আমরা শেকাহত। দোয়া করবেন তার জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।