আমাদের কথা খুঁজে নিন

   

অামরা এমনই

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

আমাদের সমস্যাগুলো চারপায়ে ঘোড়ার মতো ছোটে। আমাদের আকাঙ্খা পাখির মতো মহাকাশে ওড়ে।

ভাব-অনুভবে রোজ অভাবের ফুল ফোটে। তবু ছুঁয়ে যায় সুখের রকমফের চোখের ভেতর মুখ পোড়ে মানুষের। সাধ নেয় সাধ্যের খোঁজ। একচিমটে নুনের মতো একরাশ ভাললাগা। একটু শখের নেশায় তারার মতো রাতজাগা।

রোদ্দুর আড়াল করে ডাল আর পাতা শেকড় গায় মাটির গান। শার্শিও দলছুট উল্কার মতো আয়না হয়ে যায় কখনও-সখনো। আলগোছে রেখে দিই বৃষ্টিভেজা ছাতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।