তাকে ডাকা হতো ‘পরাক্রমশালী কুইন’। আয়ারল্যান্ডের এক সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন শ্যন কুইন। শুক্রবার বেলফাস্টের একটি আদালত দেউলিয়া ঘোষণা করেন তাকে। অবিশ্বাস্য হলেও সত্যি, তিনিই একদিন ৫০০ কোটি ডলারের সম্পদের মালিক ছিলেন। ব্যক্তিগত সম্পত্তির কমতি ছিল না কোনো।
এ খবর দিয়ে অনলাইন মেইল জানিয়েছে, বিশাল চত্বরের ওপর রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছিলেন। এমনকি ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি হেলিকপ্টারও কিনেছিলেন তিনি। কিন্তু কপাল মন্দ হলে যা হয়। অ্যাঙলো-আইরিশ ব্যাংকের কাছে ২০০ কোটি ডলার দেনার দায়ে দেউলিয়া ঘোষণা করা হলো তাকে। শেয়ার বাজারে ব্যাংকটির নিজের অংশের শেয়ার বিনিয়োগ করেছিলেন তিনি।
কিন্তু ৩ বছর আগে শেয়ারবাজারে ধস নামায় সবকিছু হারান শ্যন। বর্তমানে শ্যনের মাথার ওপর ঝুলছে ২৫০ কোটি ডলারের দেনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।