মন ভাল নেই... যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করলেও টানা ১৮ বারের মতো দেশটির শীর্ষ ধনী ব্যক্তির মর্যাদায় অটুট রইলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ ৫৯ বিলিয়ন ডলার। কেবল গেটস নয়, দেশটির ধনী ব্যক্তিদের অবস্থান মোটেও নড়বড়ে নয়! ফোর্বস’র তথ্যানুযায়ী তাদের মোট অর্থের পরিমাণ এক দশমিক ৫৩ ট্রিলিয়ন ডলার। আর এই অর্থ পার্শ্ববর্তী দেশ কানাডার জিডিপির সমান।
ফোবর্স এর জরিপ মতে, দেশের শীর্ষ ৪০০ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ধনীদের ওপর ট্যাক্স বৃদ্ধি করা নিয়ে কথা বলে আলোচনায় থাকা ওয়ারেন বাফেট।
৮১ বছর বয়সী এই বিনিয়োগ সম্রাটের মোট সম্পদের পরিমাণ ৩৯ বিলিয়ন ডলার। আর ১৯৯৩ সালে এই বাফেটকে পেছনে ফেলেই শীর্ষ সম্পদশলীর মুকুট পড়েন গেটস।
এছাড়া তালিকার তৃতীয় অবস্থানে আছেন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকলের মালিক ৬৭ বছর বয়সী ল্যারি এলিসন। এই ধনকুবেরের সম্পদের পরিমাণ ৩৩ বিলিয়ন ডলার।
আর তার পরের অবস্থানে রয়েছেন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট কোম্পানি কোচ ইন্ডাষ্ট্রিজ এর প্রধান নির্বাহী চার্লস কোচ।
চার্লসের সম্পদের পরিমাণ ২৫ বিলিয়ন ডলার।
তালিকায় ২৫ বিলিয়ন ডলার সম্পদের মালিক ডেভিড কোচ রয়েছেন পঞ্চম অবস্থানে।
অবশ্য বিশ্বের সবচেয়ে বড় চেইন সুপার শপ ওয়ালমার্ট’র সত্বাধিকারী ক্রিস্টি ওয়ালটন ষষ্ঠ অবস্থানে থাকলেও তিনিই এখন বিশ্বের সবচেয়ে ধনী নারী। তার সম্পদের পরিমাণ ২৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।