অচেনা পথে হাটতে চাই অনেক দুর
রাতের আধাঁরে ঘড়ির কাটা অবিরাম ঘুরছে
চোখ বুজলেই মৃত স্বপ্নগুলো জেগে উঠে
স্বপ্নের মাঝে সুদুরে যাওয়া এখনও ডানা মেলা
ডানায় ভর করে নীড়ে ফেরা পাখির চরম তাড়া
উড়ে যাওয়া নক্ষএলোকে চুপি চুপি ভ্রমন
অনেকদিন যেন আঁকা হয়নি তোমার ছবি
জলপ্রাতের শব্দ বুক ফাটিয়ে যেন কাউকে ডাকছে
দুর নির্জনে ঘনবন কিসের ইশারা করছে
মহাকাশ দেখার অন্ধ স্বপ্ন একেবারেই তুচ্ছ
বাতাসে যেন লেবু পাতার গন্ধ আসছে
ঠিক সেই মুহূর্তে জেগে উঠা বুকের কোনে চর
কোন আকার নেই হৃদয়টার তাই বায়বীয় কিছু
নিশানায় ছিল আমার কালো চিহৃ
শীর্ষ কোন ভালবাসার রং বোধ করি নীল হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।