আমাদের কথা খুঁজে নিন

   

নবনীতার জন্য পাঁচটি প্রেমের কবিতা

১. বৃষ্টি ধুয়েছে মোর কাদামাখা গ্রাম্য হৃদয় ভালবাসার ধানী বীজ দাও গেঁথে, নবান্নে খাজনা দিব তোমার হাসির টোলে কড়ায় গন্ডায় ঠিক মহাজনী সুদে। ২. বারান্দায় কেন কাগজী লেবুর ঘ্রাণ? সবুজ পাতার ভাঁজে রাশরাশ গাঁদাফুল, জানালা গলিয়ে তাকাই তোমার অন্দরে দেখি তোমার স্নাননির্মিত সদ্য ভেজা চুল। ৩. আমি কি তোমার পানসুপুরির হামানদিস্তা, পাথরে পাথর,অপ্রিয় ধাতব ঘর্ষন তোমার হৃদয় নিংড়ে পানপাতার নির্যাস শিশিরে ভিজিয়ে সোঁদা মাটি কর্ষন। ৪. তোমার নাভির ঢালে আমার কবিতা পংক্তি চতুর্থ হলেও ছন্দ অষ্টম, ভিজে যায় আলো,ভিজে যায় প্রেম কচুপাতার পিঠে জলের ভরতনাট্যম। ৫. আকাশের গা জুড়ে মেঘেদের শোকসভা বিকেল ছিনিয়ে নেয় অশ্রুত বেতারে, তুমি এলে নবনীতা,সেই দুখ-শ্রাবণে মেহগনি কাঠ থেকে বাঁধলে সুর সেতারে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।