আমাদের কথা খুঁজে নিন

   

আন্ধার রাইত আবুল ও মাল সাহেবদের পছন্দ...................কেনো?????

বাংলা আমার................... ভাই সকল এবং সব বোন আছেন ভালো?? গত কাল পোষ্ট দিছিলাম "তেল" নিয়া, এখন আরেকটু ফলোআপ কচলাই। আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী জনাব ওবায়দুর রহমান সাহেবের কিছু মন্তব্য শুনলাম টিভি নিউজে। তিনিও প্রশ্ন তুলেছেন গত কালের তেলের দাম বাড়ানো প্রসঙ্গে। তিনি বলেছেন তেলের দাম বাড়ার ফলে জিবন যাত্রার অশুভ প্রভাব পড়বে। সবচেয়ে ভাল লাগলো তিনি যখন বললেন যে তেলের দাম বাড়াবেন ভাল কথা কিন্তু সেটা রাতের আঁধারে কেনো?? এটা তো আগে জানিয়ে করা যেতো এবং তাতে জনগনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হলেও জনগন মেনে নিতো।

কথা মিথ্যা বলেননি, এবং মাল সাহেবের অতি কথনের কারনে সরকার বিব্রত হচ্ছে বিভিন্ন সময়ে। এটাও সত্যি কথা। যাক তবু ১জন আওয়ামী লীগারের মনুষত্ব এখনো অবশিষ্ঠ আছে !! আমি আরেকটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না যে হঠাৎ রাতের আঁধার আওয়ামী লীগের এতো পছন্দ হচ্ছে কেন?? আলীগ সব সময় এবং এখনো কথায় কথায় বলে যে,বিএনপি'র জন্ম রাতের আঁধারে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিএনপি'র জন্ম হয়নি। উনারা হয়তো সত্যিই বলছেন !! সেই রাতের আঁধার কি কারনে আলীগের এতো পছন্দ হয়ে গেলো?? রাতের আঁধার খুব বেশি পছন্দ করে আমার জানামতে ১)জোনাক পোঁকা আর ২)অসাদু লোক বা চোর বলতে পারি। তো জোনাক পোঁকা হবার চাঞ্চ নাই ! তাহলে বলতে পারি চোর!! কিনতু কথায় কথায় এই শব্দটা বেশি ব্যবহার করেন বিরোধী পক্ষকে জব্দ করার জন্য এই আলীগের ১ম সারি থেকে শেষ সারির নেতা কর্মীরা।

তবে রাতের আঁধার কেনো বেছে নিলো অওয়ামী লীগ?? শুধু রাত নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগনের উপর চাপিয়ে দেয়ার প্রয়োজন হলে যে সময়টা বেছে নেয় যখন দেশের এমন সময়ে যখন হয় ঈদ, পুজো, বিশ্বকাপ চলা অবস্থায়। যখন মানুষের চোখ থাকে অন্য কোন বিষয়ের দিকে !! চমৎকার রাজনীতির স্ট্যান্ডবাজী। মানুষকে ধোঁকা দেয়ার চমৎকার আওয়ামী ফরমুলা। বাহ্ আলীগ ও তাদের ফর্মুলার জন্য তারা বাহাবা পেতেই পারে কি বলেন?? আচ্ছা এখন কোথায় আমাদের বুদ্ধিজিবী ও তথাকথিত সুশীল সমাজ যারা কিনা দাবি করে জাতীর বিবেক বলে। সেই বিবেকবান সমাজ এখন কোথায় ঘুমিয়ে আছে?? তারা কি এসব অরাজকতা দেখছেন না? নাকি তারা সবাই কানে তুলো আর চোখে টিনের চশমা পরে কিছু দেখবেন না শুনবেন না পদ্ধতি গ্রহন করেছেন?? ওহ্ ভুলে গেছি উনারা তো প্রধানমন্ত্রীর সাথে সার্ক সম্মেলনে দেশ উদ্ধারে ব্যস্ত আছেন বা প্রমোদ বিহারে রয়েছেন !! না ওনাদের দোষ দেয়া ঠিক হবে না কারন তারা মহৎ কাজে ব্যাস্ত আছেন!!!!! তো তেল ও আঁধার নিয়ে বলছিলাম।

আমার মতে রাতের কাজ কোন ভাবেই জন কল্যানে কাজ বলা যায়না। মহামান্য মন্ত্রীর নিশ্চই মনে ভয় ছিলো দিনের আলোর। ভয় না থাকলে মুসলমানের ২য় বড় উৎসব ঈদ উল আজহার ছুটিতে এবং গভির রাতে দাম বাড়ানোর মতো সিদ্ধান্ত কেন নিতে হলো?? ২/৩ টা দিন অপেক্ষা করলে কি মহাভারত অসুদ্ধ হয়ে যেতো? এই ছুটি ও রাতের আঁধারে যদি সিদ্ধান্ত না নিয়ে ছুটির পরে সবার সাথে আলাপ আলোচনা করে যদি নিতো তবে এতো প্রশ্নবিদ্ধ সরকারকে পরতে হতো না। এই ছোট্ট ব্যাপারটা আমার মতো স্বল্প জ্ঞানের ম্যাঙ্গ জনতার মাথায় যদি আসতে পারে তবে কেন এতো জ্ঞানের পাহাড় ওয়ালা ব্যাক্তিদের মাথায় এলো না???? তাহলে এই জ্ঞাণীগুনি মানুষদের মন্ত্রী হবার প্রয়োজন ছিলো কি??? গত ৩ বছরে বর্তমান সরকারের অর্জন কতোটুকু? তিন বছর পরেও যদি শুনতে হয় অমুক সরকারের কারনে এটা হয়নি ওটা করতে পারছিনা !! এসব কথা কতোটা বিশ্বাস যোগ্য বলে মনে হয়?? আপনারা গত সরকারের ব্যর্থতা না কপচিয়ে ৩ বছরে আপনারা কি করছেন সেটা দয়াকরে একটু বলবেন কি??? আমাদের পাশের দেশ ভারতের দিকে তাকাই, সেখানে বাস ভাড়া ৫০ পয়সা বাড়ানো হলে তুলকালাম কান্ড হয়ে যায়। বিরোধী দল, বাম দল, শিল্পী,ছাত্র-শিক্ষক সর্বপরি দলমত নির্বিশেষে এক হয় বিরোধিতা করে আন্দোলনে রাস্তায় নামে, বিশেষ করে বাম দলগুলোর ভুমিকা থাকে সবচেয়ে বেশি,সেখানে আমাদের তথাকথিত বাম দলগুলোর কমরেড (আমার মতে 'কম রেট বা কমদামি) গন সরকারের পায়ে হুমরি খেয়ে পরে থাকে কে কার আগে "আপার "কদমবুচি করবেন তার প্রতিযোগীতায় !! আর তাদের লাল ঝান্ডা তারা এখন ব্যবহার করছেন সরকারের "পাদুকা" পরিস্কার করার ব্রাস হিসেবে।

জানতে ইচ্ছা করে এসব মহান কমরেড গন বাম রাজনীতির মুলনিতী বা সংজ্ঞা জানেন কিনা?? আর জেনেই বা কি হবে, এসব মহান কম রেট যেখানে সরকারের ছুড়ে দেয়া হাড্ডি চুষেই মহাখুশি, তাদের নীতির প্রশ্ন করা মানে বিশাল প্রশ্নযুক্ত ব্যাপার বটে!! থাক যারা হাড্ডি চুষে অমৃতের স্বাদ পায় তারা হাড্ডিই চুষুক আর অমৃতই ভাবুক!! বেহায়ার পাল সব, কুকুরেরও অধম শালার ????????? যাক বিরোধী দল তাদের গা বাচাক, বুদ্ধিজিবী প্রমোদ বিহার করুক, কম-রেট গন হাড্ডি চুষুক, সুশীল সমাজ টিনের চশমা পরে ঘুরুক যে যাতে সুখ পায় সুখে থাকুক !!!!!!!!!!!!!!!!!! তবে শেষ কথা হলো ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা পরিবর্তনশীল,আজকে যারা ক্ষমতায় কাল যে তারা বিরোধী দলে বসবে না তার গ্যারান্টি কে দিবে?? এখনো ২ বছর সরকারের মেয়াদ রয়েছে এই দু'বছর দয়াকরে জনকল্যানে কাজ করুন । বিগত সরকারের ব্যার্থতা জনগন আর শুনতে চায় না, জনগণ এখন আপনাদের সাফল্যের কথা শুনতে চায়, প্রাপ্তি কতটুকু জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, মোসাহেব পরিবেষ্ঠিত হয়ে আত্মতৃপ্তিতে থাকবেন না, এসব মোসাহেব আপনাকে ভোটে জয়ী করতে পারবে না, আপনাকে জয়ী করবে বাংলার সাধারন জনতা, সাধারন জনগনকে দয়া করে অবহেলা করবেন না। অবহেলার পরিনতী বিএনপি হাড়ে হাড়ে টের পেয়েছে বিগত জাতীয় নির্বাচনে পেয়েছে।

চোখ খুলুন, চোখ খুলে বাস্তবতা দেখুন। আবুল, মাল, সাহারা বা কামরুল গং আপনাকে জনবিচ্ছিন্ন করে রাখছে, সর্তক হবার শেষ সময় আপনার হাতে এখনো আছে কিছুদিন পর হয়তো সেই সুযোক থাকবে না। সুতরাং সাধু সাবধান............................ **আমি জানি হয়তো এ লেখা সরকারের চোখে পরবে না, আর যদি পরেও তবে হয়তো লেখার অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাই খুব ভয়ে আছি..............অর্থ উল্টে গেলে দয়া করে ক্ষমা কইর গোওওওওওওওওওও  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।