যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
এক গ্রামে তিন ভাই ছিল। এরা মূলত পেশাগত ভাবে তেমন বড় কাজ করতো না - ফলে বলাইবাহুল্য সামাজিক মর্যাদা তেমন উচু ছিল না। যাই হোক - অক্লান্ত পরিশ্রম করে এরা কিছু অর্থ কড়ির মালিক হলো। তখন তারা সিদ্ধান্ত নিলো বানিজ্য করতে যাবে। লক্ষ্য নিজেদের নামের পাশে বেপারী পদবী লাগাবে।
যেই কথা সেই কাজ - একটা নৌকা কিনে চলে গেল ভিন্ন অঞ্চলে। একরাত্রে এরা নৌকাটা এক খালের মুখে বেঁধে রেখে নৌকাতে ঘুমিয়ে পড়লো্।
সকালে যখন অন্য নৌকাগুলো নদীতে যাওয়ার জন্যে পথ আটকানো দেখে ডাকাডাকি করতে লাগলো। সেই ডাকগুলো ছিল - ব্যাপরী সাব, নৌকাটা সরান, আমরা যামু।
মেঝ ভাই বড় ভাইকে বলছে - ভাই নৌকাডা সরাই।
বড় ভাই বলছে - থাম, এতো কষ্ট কইরা এহানে আইলাম ..দেহসনা বেপারী ডাকতাছে..নাম ডা ফুটবার দে..
এমন সময় অন্য নৌকার মাঝিরা অধৈর্য হয়ে গালাগালি শুরু করলো - একজন বলছে - ঐ শালা রামছগালের গুষ্ঠি, নৌকা সরাবি নিহি।
এবার বড়ভাই ছোট ভাইকে বলছে - যারে, নৌকাডা সরা। এহন মনে লয় আমাগো চিনছে।
ছোট ভাই যাচ্ছে আর বলছে - হালার আন্ধার রাইতে এরা বুঝলো কেমনে আমরা যে আমরা আসলে ব্যাপারী না!
( ঝরা পাতার
“ছামীমের ব্যর্থ প্রেম এবং . . .” রম্য রচনার পোস্টে ত্রিভুজের মন্তব্য এবং তার পরম্পরায় এই গল্পটা মনে পড়লো...অবশ্যই ত্রিভুজকে উতসর্গ করতে হচ্ছে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।