করতলে নেমে আসে অতল আন্ধার;
জন্মান্ধ প্রজাপতির নীল ডানায়
প্রতিফলিত হয় মূহ্যমান রাত,
কামরসে ফুটে ওঠা ফুল, দগ্ধক্লান্তশান্তগন্ধ বালশ-
আর তোমার পায়ের কাছে পড়ে থাকা
শুভ্র রুমাল পতাকার মত উড়ে।
কারণ, তুমি জানো পতাকার চেয়ে গাঢ় আর কোন পরিচয় তোমার নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।