আমাদের কথা খুঁজে নিন

   

আগামীকাল মানিকগন্জ পৌরসভার বনিক সমিতির নির্বাচন।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ অনেকদিন পর মানিকগন্জে এসে যেই জিনিসটি প্রথমচোখে পরলো সেটি হলো নির্বাচনি পোষ্টার। পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরু মানিকগন্জ বাজার এলাকা। হটাৎ এই সময়ে এত জমজমাট নির্বাচনি প্রচরনা দেখে কিছুটা কৌতুহল নিয়েই পোষ্টারের দিকে নজর জুম করলাম, জানলাম বানিক সমিতির নির্বাচন। মানিকগন্জ পৌরসভার বাজার এলাকা পোস্টারে পোস্টারে ঘিরে ফেলা হয়েছে।

পোস্টার লাগানোর স্টাইল দেখে মনে হচ্ছে প্রচারকদের নিকট জায়গা কম পরেছে, যদি আরো কিছু জায়গা পাওয়া যেত তবে হয়তো আরো কিছু পোস্টার লাগানো যেত। গত কয়েকদিন ধরে শহড়ে রয়েছে আলাদা ইমেজ। সর্বত্রই উৎসব উৎসব ভাব। সংগত কারণেই আমার মনে প্রশ্ন জাগল এত হাড্ডাহাড্ডি নির্বাচনি প্রচারনা তবে কি সংঘাতের কোন সম্ভাবনা আছে! কথা বললাম কয়েকজন নির্বাচনী প্রচারকের সাথে, তারা বলল, না। এখানে সংঘাতের কোন সম্ভাবনাই নেই।

১৮ বৎসর পর এই নির্বাচন হচ্ছে তাই সবাই বেশ উৎফুল্ল। আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের জন্য নেয়া হয়েছে বারতি নিরাপত্তা। গতকাল বিকেল থেকেই সকল প্রকার মিছিল, মিটিং ও মাইকিং বন্ধ করে দেয়া হয়েছে। নির্বাচনের সময় র‌্যাবও রাখা হবে বলে শুনা যাচ্ছে।

ভোটার সংখ্যা ১২০০। বিভিন্ন পোষ্টে প্রার্থির সংখ্যা প্রায় ৩০ জন। ভোট গ্রহণ হবে দুধবাজার সংলগ্ন ময়দান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।