"অতি অপরিচিত " প্রাকিতিক সপ্তাশ্চর্য নির্বাচনের শেষ দিন আজ । বিকাল ৫ টার মধ্যে ভোট দেবার শেষ সময় । আমার কোন কোন বন্ধুর কাছে যখন ভোট দেবার অনুরোধ করা হয়, অনেকেই যুক্তি দেখায় , এটা একটা ভুয়া ভোটিং পদ্ধতি । ইউনেস্কো , ইউনিসেফ এর অনুমোদন নেই । তাই তারা ভোট দিবেনা ।
কিন্তু কথা হচ্ছে এটার কোন অনুমোদন না থাকেলেও এটি একটি আন্তর্জাতিক মূল্যায়ন পেয়ে গেছে । কাজেই ভোট এর মাধ্যমে নির্বাচিত স্থান অবশ্যই পর্যটকদের কাছে গুরুত্ব পাবে । এরই মধ্যে আমরা দেখেছি অনেক তারকা ও জনপ্রিয় ব্যক্তি নিজেদের কে এই আয়োজন এর মাঝে সম্পৃক্ত করেছেন । কাজেই এই বিষয়টি একেবারে ভুয়া ও ফেলনা এ যুক্তি হালে পানি পায়না । বাংলাদেশ অনেক নেতিবাচক বিষয় নিয়ে অন্যান্য দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে ।
এবার না হয় ইতিবাচক বিষয়টি অন্যদের নজরে আসুক । সুন্দরবন এর সাথে সাথে বাংলাদেশের অন্যান্য দর্শনীয় স্থান গুলোর মাধ্যমে এদেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটলে আখেরে আমাদেরই লাভ । আমরা মাথা উঁচু করে আমাদের দেশের সৌন্দর্যকে সব জাতির কাছে তুলে ধরতে পারব । তাই আর দেরি না করে , সুন্দরবনকে নির্বাচিত করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালানো দরকার। যারা এখনো ভোট দেন নাই , তাঁরা অতি দ্রুত ভোট দেওয়া শুরু করুন ।
নানা আজেবাজে কাজে টাকা খরচ করি আমরা, ২ টাকা ৩০ পয়সা না হয় আজকে ভোট দেওয়ার কাজে খরচ করবেন । আপনার মোবাইল এ টাইপ করুন এসবি আর তা পাঠিয়ে দিন ১৬৩৩৩ এই নাম্বার এ । ধন্যবাদ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।