সুন্দরবন - এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা একমাত্র কবি, সাহিত্যিকরাই ভাল দিতে পারবে।আমি কবি বা সাহিত্যিক নই, তাই সামান্য বর্ণনায় আমার কাঁচা হাতে তোলা কিছু সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করি। এর সৌন্দর্য এক এক সময় একেক রকম। কি ভোর, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত। প্রত্যেক সময়ের আলাদা সৌন্দর্য। পূর্ব আকাশে লাল রং হতে দেখা যে কত দিন পর দেখলাম। সময় ভোর ৪:৩০ আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে ভোরের আলোতে তখনও চাঁদ দেখা যাচ্ছে সূর্য উকি দিচ্ছে ধীরে ধীরে সূর্য ওঠা অনেক দিন পর দেখলাম কোস্ট গার্ড, নৌ বাহিনী, সিমেন্ট ফ্যাক্টরি, গ্যাস সিলিন্ডার প্লান্ট (পশুর নদিতে, মংলা বন্দর জেটির আগে) মাঝিদের সারা রাতের মাছ ধরা শেষে বাজারের দিকে... বন্দর ছেড়ে সমুদ্রের দিকে বিদেশি জাহাজের যাত্রা মোহনা দেখা যাচ্ছে বনের ভেতর হরিণের দেখা কটকা বিচের পথে টাইগার পয়েন্ট-এ বাঘের দেখা না পেলেও হরিণের দেখা পেলাম কটকা বিচ এটাকে গোলপাতার ফুল/ফল বলে জানি না খালের পানিতে কুমির গোধুলি এই আলো এবং রং এর খেলা রংধনুর চেয়ে কোন অংশে কম না মৌচাক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।