আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবন সপ্তাশ্চর্য নির্বাচনে পিছিয়ে পরছে। আপনাদের সম্মিলিত ভোট ই পারে সুন্দরবন কে বিজয়ী করতে

সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখন্ড বন যা বিশ্বে সর্ববৃহৎ। অববাহিকার সমুদ্রমূখী সীমানা এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত । ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ একই নিরবচ্ছিন্ন ভূমিরূপের অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সূচিতে ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় পার্ক নামে।

সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ছোট ছোট দ্বীপ । বনভূমিটি, স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক ৫০০ বাঘ ও ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়। প্রকৃতির অপূর্ব সৃষ্টি ম্যানগ্রোভ সুন্দরবন বাংলাদেশের অহঙ্কার। ইউনেস্কো ১৯৯৯ সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে।

বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বাংলাদেশের অসংখ্য মানুষ তাদের সাধ্যমতো ভোটাধিকার প্রয়োগ করে বাছাইকৃত ২৮ দর্শনীয় স্থানের মধ্যে সুন্দরবনকে ঠাঁই করে দিয়েছে। ২০১১ সালে এই ২৮ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্য থেকে সাতটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন করা হবে। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন বিশ্বের সাতটি প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকাভুক্ত হলে আনত্মর্জাতিকভাবে প্রকৃতি-সমৃদ্ধ বাংলাদেশের পরিচিতি বাড়বে এবং বাংলাদেশের পর্যটন শিল্পের ব্যাপক প্রসার হবে। টেক্টিউন্স এর যারা সদস্য তাদের মধ্যে আমার মনে হয় সবাই সুন্দরবন কে ভোট দিয়েছেন। কিন্তু আপনাদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিশ্ব প্রাকৃতিক সপ্তাশর্য নির্বাচনে সুন্দরবন এর অবস্থান দ্রুত নিচে নেমে যাচ্ছে।

সুন্দরবন সপ্তাশ্চর্য নির্বাচনে পিছিয়ে পরছে। আপনাদের সম্মিলিত ভোট ই পারে সুন্দরবন কে বিজয়ী করতে | গত ডিসেম্বর এ যেখানে সুন্দরবন এর অবস্থান ছিলো দ্বিতীয়, গত চার সপ্তাহে তা অষ্টম স্থানে নেমে গেছে। এর চেয়ে আর কষ্টের খবর কি হতে পারে?আমরা কত আশা নিয়ে বসে আছি যে আমাদের দেশ এর একটি অংশ পৃথিবির সবার কাছে অন্যরকম ভাবে পরিচিত হবে। কিন্তু এখন আমাদের সপ্ন শেষ হয়ার পথে। আমরা কি পারিনা সবাই মিলে এক হয়ে ভোট দিয়ে সুন্দরবন এর অবস্থান দৃঢ় করতে? সুন্দরবন কে ভোট দেয়ার শেষ সময় আগামি ১০ ই নভেম্বর।

আসুন আমরা সবাই মিলে সুন্দরবন কে ভোট দেই। এই খবর টি সবাই কে জানাই 1 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.