আমাদের কথা খুঁজে নিন

   

শাহরুখ খানকে জিজ্ঞাসাবাদ

বাবা-মাকে খুব মিস করসি বলিউড তারকা শাহরুখ খানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স চালানোর অর্থ কোথা থেকে আসছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে ৫ নভেম্বর ভারতের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কার্যালয়ে ডেকে নেয়া হয় বলে টাইমস অফ ইন্ডিয়া জানায়। ভারতের অর্থনৈতিক অনিয়ম ও মুদ্রা পাচারের ঘটনাগুলোর তদন্ত এ সংস্থাটি করে থাকে।টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দুপুর সাড়ে ১২টার দিকে মুম্বাইয়ে ইডি কার্যালয়ে হাজির হন বলিউড তারকা শাহরুখ এবং ছয় ঘণ্টা পর তাকে বেরিয়ে আসতে দেখা যায়। এ বিষয়ে ইডি বা শাহরুখ মুখ না খুললেও বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে, কলকাতা নাইট রাইডার্সের পেছনে শাহরুখের বিনিয়োগ নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়। শাহরুখ ২০০৮ সালের জানুয়ারিতে সাড়ে ৭ কোটি ডলার মূল্যে ১০ বছরের জন্য দলটি কিনে নেন। আইপিএলে আর্থিক অনিয়মের অভিযোগ আগেই উঠেছে.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।