আমাদের কথা খুঁজে নিন

   

শাহরুখ খান এবং আমরা

জন্মের প্রয়োজনে ছোট ছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি
শাহরুখ খান, আপনি ঢাকায় এলেন বিনিময়ে পেলেন প্রচুর টাকা। আপনার সাথে আরো সাঙ্গো পাঙ্গো নিযে এসেছেন নাচা কুদা করার জন্য। তাদের জন্যেও টাকা পয়সার কমতি নাই। আপনাকে বা আপনার সাঙ্গো পাঙ্গো দের দোষ দেই না। আপনারা যেখানে টাকা পাবেন সেখানেই যাবেন, নাচবেন, শরীর দেখাবেন।

দোষ যদি কিছু থাকে তবে সেটা আমাদের। অবশ্য আমাদেরই বা দোষ কোথায় বলুন... আমাদের তো টাকার কমতি নেই। দেখলেন তো আপনার এক একটি টিকেট ২৫০০০/- টাকা দিয়ে কিনি। যদিও আপনি হয়ত জানেন না এই টাকায় অমারা ১০০০ কেজি চাল পাই। সেই চাল দিয়ে ১০ জন লোকের দেড় বছর কেটে যায় নিশ্চিন্তে।

আর আপনার হয়ত এটাও জানা নাই যে আমাদের দেশের লক্ষ লক্ষ লোক রাস্তায় থাকে, তাদের তিন বেলা তো দূরে থাক এক বেলার ভাত ও হয় না। মাস খানেকের মধ্যে দেশে শৈত্য প্রবাহ শুরু হবে। তখন বহু শিশু মারা যাবে কেবল মাত্র শিতের প্রকোপে। কারন তাদের গায়ে দেয়ার কাপড়ই থাকেনা, শিতের কাপড় পাবে কোথ্থেকে ? আমি দুঃখিত শাহরুখ খান। আপনাকে এসব বলার জন্য।

আপনি আমাদের মেহমান। অনেক কষ্ঠে অনেক টাকা ঢেলে আপনাকে এনেছি। কিন্তু আমাদের আয়োজক বৃন্দ এগুলি জানতো। এই যে একটি চ্যানেল দিনের পর দিন আপনার আগমন বার্তা দিয়ে অস্থির করে ফেলছে তারাও জানত। তারা আপনাকে নিয়ে যত এ্য়ার টাইম ব্যাবহার করেছে তার যদি ১০ ভাগ ও কোন কল্যানকর কোন বিষয় নিয়ে কিংবা কোন মানবিক আবেদন নিয়ে ব্যবহার করত তবে হয়ত কিছু মাত্রায় হলেও কল্যান বয়ে আনত দেশে।

অবশ্য এটা করার কোন যুক্তিকতা কি আছে ? কারন এখানে তো কোন ব্যাবসা নেই। নেই টিকেট বিক্রি, নেই স্পন্সর। সুতরাং আয়োজক বা চ্যানেল কেন তা করবে ? আয়োজক , চ্যানেল, স্পন্সর সবার দরকার টাকা। আর সেই টাকার জোগান দেয়ার জন্য আমরা তো আছিই... আর ঐ সব ছোটলোক ফকির গুলা রোগে ভুগে না খেয়ে শীতে কাপতে কাপতে মরে যাক। আমার বা আপনার তাতে কি ? দেশ থেকে একটু জঞ্জাল কমুক।

কি বলেন খান সাহেব....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।