আমাদের কথা খুঁজে নিন

   

অতিথি শাহরুখ!!!

I believe, "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর"।

অনেকেই দেখলাম শাহরূখ এর আগমন নিয়ে নানারকম বলাবলি করছেন। ভালকথা। আমাদের দেশপ্রেম অযথা কাজেই বেশী প্রকাশ পায়। এটা নতুন না।

কিন্তু গাজী সাহেব Stage এ উঠে I hate Hindi বলে কাজটা খুবই খারাপ করেছেন। কেউ যদি আমাদের সামনে I hate Bangla বলে তাহলে আমাদের কেমন লাগবে? সব মানুষেরই অন্য সব ভাষার প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত। কারণ প্রত্যেকটা ভাষাই কারও না কারও মাতৃভাষা। আজকে আমাদের দেশে Hindi এর আগ্রাসন এর জন্য Hindi ভাষা কিংবা শাহরূখ দায়ী না। দায়ী আমরা।

আর শাহরূখ তো অতিথি। একজন অতিথিকে অপমান করা কোন দেশপ্রেমিক ভদ্রলোকের কাজ হতে পারেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।