ভারতীয় আমেরিকানরা আমেরিকাতে গড়ে আমেরিকানদের চেয়ে বেশি শিক্ষিত এবং বেশি ধনী। আমেরিকাতে জনসংখ্যার দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে চীন ও ফিলিপাইনের পরেই ভারতীয়দের অবস্থান। তাদের মোট সংখ্যা ৩১ লাখ ৮০ হাজার। গবেষণা থেকে আরো জানা যায় যে, আমেরিকাতে সাধারণ আমেরিকানদের চেয়ে এশিয়ান আমেরিকানরিা বেশি আয় করে।
ভারতীয় আমেরিকানদের মধ্যে প্রতি দশ জনে ৭ জন স্নাতক ডিগ্রীধারী যেখানে এশিয়ান আমেরিকানদের গড় হলো ৪৯ শতাংশ।
আর আমেরিকাতে জাতীয়ভাবে এই গড় হলো মাত্র ২৮ শতাংশ।
ভারতীয় আমেরিকানদের পরিবারপ্রতি আয় বার্ষিক গড়ে ৮৮ হাজার ডলার। যেখানে এশিয়ান আমেরিকানদের গড় আয় হলো বার্ষিক ৬৬ হাজার ডলার। আর আমেরিকানদের জাতীয় গড় আয় হলো ৪৯ হাজার ৮০০ ডলার।
শুধুমাত্র আয় কিংবা শিক্ষাই নয় আবাসনের দিক থেকেও ভারতীয় আমেরিকানরা এগিয়ে যাচ্ছে।
যদিও এখনো জাতীয় গড়ের সমান হয়নি। প্রায় ৫৭ শতাংশ ভারতীয় আমেরিকানের নিজের বাড়ি রয়েছে যেখানে জাতীয় গড় হলো ৬৫ শতাংশ।
তবে সবাই যে খুব ভালো আছে তা কিন্তু নয়। ৯ শতাংশ ভারতীয় আমেরিকান দরিদ্র জীবনযাপন করেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এশিয়ান আমেরিকানের বেলায় সংখ্যাটি হলো ১২ এবং আমেরিকানদের বেলায় সংখ্যাটি ১৩ শতাংশ।
তারমানে এখানেও ভারতীয় আমেরিকানরা এগিয়ে আছে
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।