আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকাতে জুরি ডিউটি



আমেরিকার নাগরিকদের আদালতের বিচারের সময় জুরি হিসাবে দায়িত্ত্ব পালন করা আইন করে আবশ্যক করে দেয়া হয়েছে। কিছুদিন আগে বাসায় চিঠি আসলো জুরি হিসাবে আমাকে আদালতে যেতে হবে। জুরির দ্বারা বিচারের ব্যাপারে আমার বিন্দু মাএ ধারনা ছিলনা। কিন্তু পুরো প্রসেসটা দেখে আমি পুরা থ......। Impartial, fair, objective, আর কোন বিশেষণ মনে পড়ছে না....। প্রায় ১৫০ জনকে সমন করা হয়েছিল। কেউ জানেনা সে কোন আদালতের কোন বিচারের জন্য সিলেক্টেড হবে। লটারির মাধ্যমে তিন বিচারের জন্য প্রায় ৫০ জনকে জাজের কক্ষে পাঠিয়ে দিল সংক্ষিপ্ত ইন্টারভিউর জন্য। সিলেক্টেড জুরিরা তাদের assign করা আদালতে গিয়ে প্রথম জানতে পারলো কোন অপরাধের বিচারের করার জন্য তারা সিলেক্টেড হলো। No influence pedaling.... No scope for biasness.... I wish Bangladesh could institute such jury based judicial system....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.