আমাদের কথা খুঁজে নিন

   

আমি চাইনা না,চাই

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। আমি চাইনা,কোনরাজার সিংহাসন।

কোন রাজার মত মন। আমি চাই,শুধু আমারই আমি। আমিই আমার প্রভূ। আমিই আমার রাজা। আমার উপড় থাকবে না কোন আল্লাহ,ঈশ্বর,ভগমানের কর্তৃত্ব।

আমি চাইনা,কোন আল্লাহ,ঈশ্বর,ভগমানের স্বর্গ, মঙ্গল,সাহায্য,করুণা,মানুষের আর্শিবাদ। আমি চাই,সদায় আমি যেন আমার মনকে চালিত করি। আমার সব কিছুই যেন আমিই নিয়ন্ত্রণ করি। আমার ইচ্ছা যেন আমার নির্দেশ ব্যাতিরেখে সম্পন্ন না করি। আমি ঠিক যেন হই আমারই কর্তা।

ঠিক যেন আমারই আমি প্রভূ। আমি চাই না,কোন হিন্দু,মুসলিম,খৃষ্টান জাতী হয়ে মৃত্যু বরণ করিতে। আমি চাই,প্রভূর জাতী,প্রকৃত মানুষ হয়ে মৃত্যু বরণ করিতে। আমি চাই না,আমাকে নিয়ে কেউ চিন্তা করুক,ভাবুক। আমি চাই ভাবিতে,ভাবিতে মৃত্যু বরণ করিতে।

আমি চাইনা,মস্জিদ,মন্দির,চার্যে গমণ করিতে। আমি চাই,কোন প্রাণ যেন আমার দ্বারা দুঃখ প্রাপ্ত না হয়। আমি যেন সকল প্রাণকে প্রভূ সমান ভালবেসে মৃত্যু বরণ করতে পারি। হোক সেই প্রাণ আমার ধ্বংস কারী। আমি চাই না,কেউ আমার প্রাণকে দুঃখ দিয়ে বাক্যদান করুক।

আমি চাই,প্রত্যেকেই প্রত্যেক প্রাণকে প্রভূ রুপে সম্মান,শ্রদ্বা,ভক্তি করুক,ভালবাসুক। আমি চাই না,কেউ পৃথিবীর উপড় অসাবধানতা অবলম্বন করুক। আমি চাই,পৃথিবীর উপড় প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করুক। কেননা,আমাদের যা কিছু দৃষ্টি গোচর হয়,আর যা কিছু আমাদের দৃষ্টির বাইরে তার সব কিছুর মাঝেই প্রভূ বিরাজমান। সুতরাং, আমাদের দৃষ্টিতে স্বর্বমুখী সুন্দর,সম্মান,শ্রদ্বা,ভক্তি,প্রেম,ভালবাসা থাকা চাই।

আমি চাই না কোন মানুষের ইচ্ছা আমার ইচ্ছা হোক। আমি চাই প্রভূর ইচ্ছায় হোক আমার ইচ্ছা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.