আমি চাইনা চাঁদটা নির্লজ্জের মতো বেআব্রু হোক ;
আকাশ ভেঙ্গে জ্যোত্স্না নামুক ।
আমি চাইনা কোন কবি প্রেমের কবিতা লিখুক ,
সব কবিতা হোক অপ্রেমের ।
আমি চাইনা হুমাঊন আহমেদ সহজ গদ্যে জীবনের ছবি আকুক ;
তার গদ্য হোক খটমটে ,ঠিক জীবনের মতো ।
আমি চাইনা কোন শিশু আমার দিকে তাকিয়ে মুঁচকি হাঁসুক ,
মমতা জাগাক হৃদয়ে ।
আমি চাইনা মমতায় ডুবানো কোন নারীর চোখ আমাকে অনুসরন করুক ।
আমি চাইনা সমুদ্রের বালুকা বেলায় হেটে বেড়াক কোন প্রেমিক প্রেমিকা,
শুনুক সমুদ্রের প্রেমময় গর্জন ।
আমি চাইনা ভালবাসা ,স্নেহ কিংবা মমতা ।
আমি চাইনা ,চাইনা এসব . .।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।