আমি সফল হতে চাই
রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের প্রখ্যাত বিশ্ব বিদ্যালয়, শিক্ষা অর্জনের সুন্দর পরিবেশ এখানে রয়েছে সবুজে ঘেরা পরিবেশে তবুও মাঝে মাঝে রক্ত ঝরে প্রতি বছর এখানে কোন না কোন ছাত্রের লাশ যেন স্বাভাবিক হয়ে পড়েছে, গ্রীষ্মকালীন অবকাশের পর ক্যাম্পাস খুললেও এখানে সংঘর্ষ এর কোন বিরতি যেন নেই, তার প্রমাণ ৩১ মে এর ছাত্র সংঘর্ষ , অদূর ভবিষ্যতে যেন কোন প্রকার সংঘর্ষ না বাধে তার জন্য প্রশাসন কে এগিয়ে আসতে হবে, দলীয়করণ নয় এ সংঘর্ষ এড়াতে অবশ্যই নিরপেক্ষ বিচারে পদক্ষেপ নিতে হবে। আমরা চাইনা আর কোন মায়ের সোনার ছেলের রক্ত ঝরুক।
চাইনা পরিবারের সোনার টুকরা ছেলেটির সেশন জট।
রাবি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের নিরপেক্ষ বিচারে কঠোর পদক্ষেপ আশা করছি। তারা অবশ্যই তাদের পিতৃতৃল্য মর্যাদা রাখবেন , তাই আমরা আশা রাখি।
সর্বশেষে সমবেদনা ১১৭ মৃত্যুর মিছিলের যাত্রীদের পরিবারের প্রতি, ও সংশ্লিষ্ট মহলের পজিটিভ দৃষ্টিভঙ্গি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।