দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! সাম্প্রতিক সময়ে জাগো ও তার সদস্যদের নিয়ে ব্লগে উঠেছে সমালোচনার ঝড়। জাগো কে অনেকেই ধুয়ে দিচ্ছে আবার ব্লগে ও ফেসবুকে দেখেছি জাগোর পক্ষে কথা বলছেন অনেকে। জাগো বা তার সদস্যরা কি করেছে ,তাদের কি উদ্দেশ্য এই নিয়ে আমার সমালোচনার কোন ইচ্ছা নেই খালি তাদের প্রতি আমার একটা চ্যালেঞ্জ বা অনুরোধ আছে।
জাগো ও তার সদস্যরা আপনারা পথ শিশুদের নিয়ে কাজ করেন ,তাদের উন্নতির জন্য কাজ করেন। ৬ নভেম্বর প্রথম আলো তে একটা খবর ছিল ‘মা মইরা গেল, ঈদ কেমনে করমু’ ।
যেখানে শামীম নামে একটা প্রতিবন্ধী পথশিশুর কথা বলা হয়েছে যার মা মারা যাওয়ার কারনে সে ঈদের আনন্দ করতে পারবে নাহ, এছাড়াও তার জীবন কাটছে কষ্টে। ঈদ না হয় শেষ কিন্তু এই ১৪ বছরের ছেলেটার সামনে অনিশ্চিত জীবন এখনও পরে আছে। জাগো আপনারা পারবেন তার দায়িত্ব নিতে? তাকে একটি সুন্দর ভবিষ্যত নিশ্চিত করে দিয়ে আপনারা সহজেই সমালোচনার জবাব দিতে পারবেন। ছেলেটা সমন্ধে বিস্তারিত প্রথম আলোর লিঙ্কেই পাবেন। এই ছেলেটা কে খুজে বের করা খুব একটা কঠিন হবে না আপনাদের পক্ষে।
প্রয়োজনে প্রথম আলোর মাধ্যমে লেখকের সাথে যোগাযোগ করতে পারেন।
খবরটা পড়ে আমার মন আসলে খুব খারাপ হয়ে গেছিল। ইচ্ছা করছিল ছেলেটাকে সাহায্য করার কিন্তু ঢাকা থেকে অনেক দূরে থাকায় পারিনি। এখন দেখি জাগো সদস্যরা কেউ আমার এই ব্লগ পড়ে কিছু করতে পারে কিনা? তবে শুধু জাগো না সকল ব্লগারের প্রতি অনুরোধ আমরা যদি একটু এগিয়ে আসি তাহলে অনেক পথশিশুর ভবিষ্যত হবে সুনিশ্চিত।
আর কেউ বা কোন সংস্থা যদি এই শামীম ছেলেটির জন্য এগিয়ে আসেন বা এসেছেন প্লিজ জানাতে ভুলবেন নাহ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।