আমাদের কথা খুঁজে নিন

   

জাগো বাঙ্গালী, জাগো তরুণেরা, জাগো প্রজন্ম চত্তর

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।। জাগো বাঙ্গালী, জাগো তরুণেরা আগামী সোমবার, পাকিস্তানি দোসর, জামাত শিবির রাজপথ অবোরধ করতে চায়, আমাদের বিতাড়িত করতে চায় প্রজন্ম চত্তর থেকে, আমাদের দাবি ভন্ডুল করতে চায়, আমাদের শান্তি নষ্ট করতে চায়, আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে চায়, রাজীবের মতো সাহসী এ প্রজন্মের তরুনকে হত্যা করতে চায় । ওরা আমাদের ঘুম কাইরা নিতে চায়, আমাদের প্রান কাইরা নিতে চায় !! জাগো বাঙ্গালী, জাগো তরুণেরা !! রাজাকার ফাঁসি বাস্তবায়ন, পাশাপাশি ওদের বিতাড়িত করতে হবে !! রুখে দাঁড়াতে হবে ।গত ১৪ ফেব্রুয়ারি যেমন মোমবাতি হাতে রাজপথে একাত্বতা ঘোষনা করেছি, রাতের অন্ধকার হঁটিয়েছি, শপথ নিয়েছি রাজাকারদের বিচার কার্যকর না নিয়ে ঘরে ফিরবোনা । তেমনি করে আগামী সোমবার টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা লাঠি হাতে নিয়ে রাজপথে থাকতে চাই, ওদের সব অপকর্ম ব্যর্থ করতে চাই ।কোনো অবস্থাতেই এই হরতাল, এই অবরোধ সফল হতে দেবো না। জাগো বাঙ্গালী, জাগো তরুণেরা !! তোমরা ঘরে ঘরে দূর্গ গড়ে তোল !! আবারও যুদ্ধে যেতে হবে !! ওদেরকে বিতাড়িত করতে হবেই, আমাদের জয় হবেই !! তুমি কে, আমি কে ? বাঙ্গালী বাঙ্গালী জয় বাংলা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.