কিছু দিন ধরে ফেইসবুকে বল্গ "জাগোর" পথশিশুদের নিয়ে একটি কর্মসূচীকে গিরে চলছে আলোচনা সমালোচনা। আমি সব সময় ভাল কাজের পক্ষে থাকার চেষ্টা করি । এই কর্মসূচীও দেখতে ভাল কাজ কিন্তু কয়েকটি প্রশ্ন থেকেই যায়। আমার প্রশ্ন হল একদিনের জন্য আপনারা পথ শিশুদের জন্য ফুল বিক্রি করে তাদের কি উপহাস করলেন? আর ২৯ দিন তারা কি করবে? তারাও তো ফুল বা অন্য কিছু বিক্রি করে খাই । এতে আপনারা তাদের সাথে উপহাস করার ছাড়া আর কি বা করলেন? এই রকম উপহাস না করলেই পারতেন।
আপনাদের যে সেবা করার চাইতে প্রচারে মনোযোগ বেশি তা তো দেখায় গেল। জাগোর লোগো দিয়ে যে গেন্জির বানিয়েছেন তার প্রতিটির দাম যদি ধরি ১০ টাকা তাহলে ৭০০০ হাজার গেন্জির দাম হল ৭০০০০ হাজার টাকা । এই টাকা দিয়ে ৫ পথ শিশুর লেখা পড়ার দায়িত্ব নিলে তারা এই টাকা দিয়ে অনায়েশে ইন্টার শেষ করতে পারতো। এই ছেলেরা এই দেশের আগামীর ভবিষ্যত হত । আরে ভাই সেবা করার জন্য গেন্জি পরা লাগে না।
আপনারা সবাই একি রংয়ের গেন্জি পড়ে ভাল কাজ করতে নামছেন মনে হয়নি। মনে হয়েছে কোনো কিছুর শোভা যাত্রা বের করেছেন । আসলে ভাল কাজ করতে মিডিয়া, প্রচার মাধ্যম বা ক্ষমতা লাগে না। লোগা সহ গেন্জি পড়তে হয় না। যদি মন থেকে ভাল কাজ করতে চান তাহলে নিজে নিজেই করতে পারেন।
আপনারা যে ফান্ড সংগ্রহ করেছেন সেটা দিয়ে পথ শিশুদের জন্য ফ্রি স্কুল খুলে দিন। নিস্বার্থ ভাবে শিক্ষা দিন তাদের । সবই মনের ব্যাপার । আর ভালকাজের নামে রাস্তায় নেমে অশ্লীলতা করা আর যাই হোক ভাল কাজ হতে পারে না। ৭০০০ জন যদি ২ জন করে পথ শিশু দায়িত্ব নেন তাহলে ১৪০০০ পথ শিশুর ব্যবস্থা হয়ে যায়।
পারলে করে দেখিয়ে দিন। পেটের দায়ে ফুল বিক্রি করা আর মজা করতে ফুল বিক্রির মধ্য অনেক ব্যবধান আছে। আপনারা এগুলো কিভাবে বুঝবেন? সকাল ১০টায় ঘুমতেকে দামি গাড়িতে চড়ে গিয়ে ফুল পথশিশুর কষ্ট কখনো বুঝবেন না। বুঝলে কখনো তাদের পথে ফেলে আসতেন না। আসুন আমরা একদিনের জন্য ফুল বিক্রি করে পথশিশুর সাথে উপহাস না করে সত্যিকার ভাবে তাদের পাশে দাড়ায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।