আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে করছে জাফর ইকবাল স্যার এর পা জড়িয়ে ধরে বলি...... স্যার পারলে ক্ষমা করে দিয়েন

বাঁচতে চাই! কারন বাঁচাতে চাই বোরকা কবে বাংলাদেশের পোশাক ছিল? কোন বাংলা ভাষাতে মা কে 'আম্মা' বাবা কে 'আব্বা' বলার কথা বলা হয়েছে? ১৯৫২ সালের আন্দোলনে, ১৯৬৯ এর আন্দোলনে, ১৯৭১ এর যুদ্ধে কোন নারী সৈনিক বোরকা পড়েছে? এগুলো শুনলে তো মৌলবাদী ছাগুদের 'ব্যাক সাইড' এ আগুন লেগে যাবে! আজকাল কাল ছাগু অস্ত্র 'প্রগতিশীলতা'!! নিজেরা তো দেশকে পুরুষদের দখলাধিন সৌদি বানাতে চায় আবার 'প্রগতিশীলতা' এর অস্ত্র ব্যবহার করে! ভদকা খাওয়া, টি-শার্ট পরা নাকি প্রগতিশীলতার নামে অপকর্ম! আরে বাবা নিজেরা একটা 'কর্ম' কর তারপর অপরের অপকর্ম খুজ!!! ছোট বেলা থেকে কয়েকজন মানুষ কে আদর্শ মেনে এসেছি! রবি ঠাকুর, লালন ফকির, সত্যজিৎ রায় আর জাফর ইকবার যাদের মধ্যে সবার আগে! এদের মধ্যে শুধু জাফর ইকবাল স্যার কে কাছে পেয়েছি! আমি আমার বন্ধুদের মাঝে মাঝে বলতাম এখনো বলি, 'জাফর ইকবাল স্যার কে আমি অনেক ভালোবাসি'! স্যার এর কথা তে আমি মনোবল পেয়েছি, শিখেছি দেশকে ভালবাসতে, দেশের জন্য কিছু করার প্রবল ইচ্ছা অনুভব করেছি। তার অনুপ্রেরণাতে শীত বস্ত্র সংগ্রহ করেছি যখন অন্য সবাই পিকনিক করেছে! দেশের জন্য আলোচনা করেছি যখন অন্য সবাই ফুটবল খেলেছে! এবং ভবিষ্যতে করব আমার পক্ষে যতদূর সম্ভব! স্যার নাস্তিক কি আস্তিক তা আমরা জানিনা, তিনি কখনো সেটা খোলসা করে বলেননি! কিন্তু স্যার মৌলবাদীদের কে নিয়ে লিখেছেন! তাদের থেকে দূরে থাকতে বলেছেন, যুদ্ধের পক্ষে থাকতে বলেছেন! ধর্মান্ধতা থেকে বেরিয়ে আসতে বলেছেন! দেশকে ভালবাসতে বলেছেন! যা জামাত শিবির আর সৌদির চ্যালাদের গায়ে লেগে গেছে! পেছনে পরে গেছে স্যার এর! সত্যি কথা বলছি আমি চোখের পানি আটকে রাখতে পারিনি, কোন কমেন্ট করতে পারিনি গত কয়েকদিনের ভয়ানক পোস্ট দেখে! যে মানুষ তা সারাজীবন বাংলাদেশের জন্য খেটে গেলো! তরুন দের কে দেশভক্তি শেখালো! তার কি এই প্রাপ্য ছিল???? প্রচণ্ড খারাপ লাগলো যখন দেখলাম স্যার এর মেয়ে ইয়েসিম আপুকে নিয়ে লেখা পোস্ট গুলো! সবাই বলল স্যার এর পার্সোনাল লাইফ নিয়ে ঘাঁটানো ঠিক না কিন্তু আমি বলব অন্য কথা! যখন ছাগুরা ভালো মানুষ কে খারাপ বানাতে চায় তখন তারা ভালো জিনিস কে খারাপ বানিয়ে দেয়! আমি কিছু যুক্তি দিব....... # পোস্ট গুলোতে ইয়েসিম আপুর পোশাক নিয়ে কথা বলা হয়েছে! ইয়েসিম আপু আমেরিকা তে থাকে সেখানে অবশ্যয় শাড়ি পরে কলেজ যাবেনা! যে পোশাক পরেছে সেখানে আমি তো খারাপ এর কিছু দেখলাম! ছাগল দাড়ি ওয়ালা বাঁদর গুলা ছাড়া কারো তো সমস্যা হয়না! খারাপ কি আমি তো বুঝিনা! আমেরিকা তে থাকলে সে দেশের পোশাক তো পড়া খারাপ কিছু না! # বন্ধু দের সাথে ছবি তোলাতে আমি খারাপ কিছু পেলাম না! আমেরিকা তে লিঙ্গ বৈষম্য কম (অই দেশে ছাগু নাই) তাই ছেলে মেয়ে একসাথে ছবি তুলতেই পারে! এখানে সমস্যা কোথায়??? # মদ!! আরে ভাই ভদকা, হুইস্কি খাওয়া খারাপ কাজ ক্যামনে হয়! হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি তে একটু কটু দেখায় কিন্তু লিমিটেড খাওয়া কোন অপরাধের না!! আর শরীরের ক্ষতি??!!! গরুর মাংস খেলে কি কি ক্ষতি হয় তা একটু পড়ে দেখবেন!! #হোলি নামে একটা লেখা দেখলাম!! কলেজ পার্টি তে বিভিন্ন অনুষ্ঠানে রং মাখা মাখি করা হয়! এটা নিয়ে আমি আসলে কিছু বলার পাচ্ছি না! আরও দেখা যাচ্ছে স্যার এর একটা নাচের ভিডিও নিয়ে খুব লাফালাফি হচ্ছে!! একজন জনপ্রিও সবার ভালোবাসার পাত্র একজন আদর্শ শিক্ষক যদি ছাত্র ছাত্রি দের সাথে সাথে আনন্দ ভাগাভাগি করে এতে ছাগু দের সমস্যা কোথায়??? ফেসবুকে একটি বন্ধুর স্ট্যাটাস দেখলাম ''কিছু বলতে চাইছিলাম না। কিন্তু জাফর ইকবাল স্যারকে যেভাবে অপমানিত করা হচ্ছে তাতে আর চুপ করে থাকতে পারলাম না। যারা অসভ্যের মত বাজে কথা বলছে তাদেরকেও অসভ্য ভাষাতেই বলা উচিৎ, তোমাদের চো**র টাইম নাই। মাথায় একটু ঘিলু হইলে আইসা বয়ান দিও।'' স্ট্যাটাস তা দেখে শেষে মনের কথা কিছু কিছু বলে ফেললাম! স্যার এর জন্য মনটা সত্যি খারাপ! মনে হচ্ছে নিজের পরিবারের আপন কাওকে নিয়ে লেখা হয়েছে অগুলো! মনে হচ্ছে স্যার আমাদের কে এত ভালবাসেন আর আমরা কি করলাম!!! স্যার কে কাছে পেলে সত্যি পা জড়িয়ে ক্ষমা চাইতাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.