পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ নিউজল্যান্ডের সাথে জিম্বাবুয়ে লড়ছে। না হলো না। বরং জিম্বাবুয়ের সাথে
নিউজল্যান্ড লড়ছে। আর জিম্বাবুয়ে দাড়িয়ে আছে রেকর্ডের সামনে।
জিম্বাবুয়ে সফরে নিউজল্যান্ডের এক মাত্র টেষ্টের চতুর্থ ইনিংসে জিম্বাবুয়ের দরকার ছিল রেকর্ড পরিমান ৩৬৫। সেটা এতক্ষন হয়েই যেত, কিন্তু তীরে এসে বাতাসে কিছুটা দুলা খাচ্ছে, আর তাতেই নৌকা থেকে পরে গিয়ে মারা গেল দুই দুইজন সেট ব্যাটসম্যান।
এখনো সময় আছে, ইউকেট আছে, আছে ওভারও। তবে টিকে থাকতে হবে। আর রান করতে হবে মাত্র ৭০, উইকেট আছে ৫টি।
দিন শেষ হতে ওভার আছে ১৭।
চমৎকার উত্তেজনায় এগিয়ে চলছে নৌকা।
আসেন সবাই মিলে একটু ধাক্কা দিই।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।