আমাদের কথা খুঁজে নিন

   

প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের ভুপেন হাজারিকা হাসপাতালে।

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ভুপেন হাজারিকার অবস্থা আশঙ্কাজনক। এখন আর চিকিত্সায় তেমন সাড়া দিচ্ছেন না তিনি। দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয়েছে ডায়ালিসিস। তাতে চিকিত্সকেরা তেমন ইতিবাচক ফল পাচ্ছেন না।

মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিত্সাধীন ভুপেন হাজারিকা। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বহুমুখী প্রতিভার অধিকারী ভুপেন হাজারিকা একাধারে কবি, সংগীত পরিচালক, গায়ক, অভিনেতা, সাংবাদিক, লেখক ও চলচ্চিত্রকার৷ পেশাগত জীবনে সাফল্যের স্বীকৃতি হিসেবে অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি৷ এর মধ্যে রয়েছে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, পদ্মভূষণ, সংগীত-নাটক একাডেমি রত্ন ও আসাম রত্ন পদক৷ ভুপেন হাজারিকার জন্ম ১৯২৬ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের আসাম রাজ্যের সাদিয়ায়৷ মাত্র ১০ বছর বয়স থেকে গান লিখে সুর দিতে থাকেন তিনি৷ ১২ বছর বয়সে ‘তালকি’ ও ‘ইন্দ্রমালতী’ নামে দুটি আসামিয়া ছবিতে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন৷ ১৯৪২ সালে গুয়াহাটির কটন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন৷ এরপর ১৯৪৪ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ছেচল্লিশে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেন হাজারিকা৷ ১৯৫৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন ড. ভুপেন হাজারিকা৷ দীর্ঘকাল তিনি ছিলেন বামপন্থি শিবিরের সঙ্গে যুক্ত৷ তবে সাম্প্রতিককালে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি’তে যোগ দিয়ে তিনি প্রচণ্ডভাবে বিতর্কিত হয়েছেন৷ তবুও দরাজ গলার অধিকারী এই শিল্পী প্রতিভার জনপ্রিয়তা আকাশচুম্বী৷ সবাই এই মহান শিল্পীর আরোগ্য কামনায় দুআ করি। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু। ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.