যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. জুতোর আবার এত ঢং কিসের? এ নিয়ে এত মাতামাতির কি আছে? এমন যারা ভাবছেন তাদের জন্য আমার এবারের পোস্ট। নিত্য্ ব্যবহারের জন্য আমরা নানারমকের নানা দামের জুতো কিনে থাকি। আর যদি কোন অনুষ্ঠান যেমন ঈদ / পুজো হয় তাহলে তো কথাই নেই। জুতো থাকতেই হবে সব কিছুর সাথে।
এবার আসুন জেনে নেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুতোর কথা।
১। মহিলাদের জন্য ডিজাইন করা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুতোর দাম মাত্র ১,৪০,০০০ পাউন্ড।
এই জুতোতে কি আছে যে এর দাম এত বেশি?
দেখতে মামুলি মনে হলেও আসলে তা নয়। এতে আছে, পিউর গোল্ড এবং ২,০০০ এর বেশি ডায়মন্ড।
২।
এইবার আসি পুরুষদের জন্য ডিজাইন করা জুতোর দাম নিয়ে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুতোর দাম মাত্র ২ লাখ ১৮ হাজার ডলার। আর জুতোটি বানিয়েছে বিখ্যাত কোম্পানি নাইকি।
ডায়মন্ড স্টাডেড নাইকি বুটস
এতে আছে ৭,৪৪৪ প্রিসিয়াস স্টোনস এবং ডায়মন্ড। আর এই জুতো পরে খেলেন ইংলিশ ফুটবল স্টার ওয়েন রুনি, জন টেরি, রিও ফারনিনান্ড।
তা কিনবেন নাকি এরকম একজোড়া জুতো?
বিঃদ্রঃ গুগল মামার থেকে প্রাপ্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।