যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি... এই কথাটি আগের পোস্টে লিখতে চেয়েছিলাম কিন্তু লিখি নাই কিন্তু না লিখেও বসে থাকতে পারছি নয়া। সকল কাপলদের বলছি। রিক্সাকে কখনও সিএনজি ভাইবেন না। এর কারন কি তা নিচে একটু হিন্টস দিচ্ছি, যেনো তিল দিয়ে তাল বোঝাতে পারি...
সিএনজিটা অনেক সিকিউর, সামনে গ্লাস, আশে পাশে গ্রীল লাগানো থাকে এবং পিছনের পর্দা থাকে তাই সিএনজির ভেতরে কে আছে তা পিছন থেকে বুঝা যায় না কিন্তু মনে রাখবেন সিএনজি ড্রাইভারের কান খোলা ও সামনে একটী গ্লাস আছে যা দিয়ে ব্যাক লুকিং এর কাজ করা হয়।
রিক্সাঃ সামনে রিক্সা চালক থাকে কিন্তু মাঝ বরাবর।
দুই পাশ দিয়ে পুরাই খোলা। মাথার ওপর হুট থাকে কিন্তু পেছন অংশে বেশ ফাকাও থাকে। আশে পাশে গ্রীল তো থাকে না কিন্তু ভেতরকার অবস্থা বাহির থেকে যে কেউ বুঝতে পারে। তা সামনে থেকে হোক বা পিছন থেকে বা আশেপাশে।
আর যদি লজ্জা শরমের মাথা খান তাহলে যদি আপনিও প্রভার মতো মডেল হয়ে পড়েন তাহলে মন খারাপ কইরেন না কিন্তু আমাদেরকে আপনার মুভি দেখার জন্য ইনভাইটেশন পাঠাইয়েন।
বিঃদ্রঃ একজন আমাকে বলেছিল রিক্সা দিয়ে যেসব কাপল ওভাবে যাতায়াত করে তাদের ম্যাক্সিমামই পরে বিয়ে করে না এবং এক এলাকার কাপল অন্য এলাকায় গিয়ে এই তান্ডব চালায়।
যদি এমন কোনো কাপল লেখা পড়ে থাকেন তাহলে আশা করি নিজেকে শুধরাবেন, আর যদি গালা-গাল করেন তাহলে মনে রাইখেন একদিন আপনিও মডেল হতে পারেন। কি ধরনের মডেল তা আর বললাম না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।