আমাদের কথা খুঁজে নিন

   

ধাঁধা ১৪: ডেঞ্জারাস পলিটিশিয়ানস

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

মাঝির বাঘ, ছাগল আর পান নিয়ে নদী পার হতে গিয়ে বিপদে পড়ার কাহিনী মনে হয় আমরা সবাই জানি। সম্ভবতঃ, সবার জীবনেই 'মাথা খাটিয়ে মজা পাওয়া' ধাঁধা এটাই প্রথম। সে হিসেবে যে ভদ্রলোক এই ধাঁধাটার কল্পনা করেছিলেন, (নিশ্চয়ই এ্যারিস্টোটল/প্লেটো বা তাঁদের 'আগোরা'র কেউই হবেন) তিনি পৃথিবীর সবচেয়ে বড় ধাঁধাবাজ (ধান্দাবাজ না কিন্তু)। আবার এই সবচেয়ে বিখ্যাত মাঝি, বাঘ, ছাগল আর পানের ধাঁধাটা বললে সবাই মুখ উল্টিয়ে বলবেন, 'ও এইটা? এইটা তো সবাই পারে! ধাঁধাবাজি অন্যখানে গিয়া কর, দূরে গিয়া মর' ... এসব হাবিজাবি আরকি সেজন্যই হায়দার তার বন্ধু হাবিবের জন্মদিনে এরই আদলে একটু কঠিন একটা ধাঁধা বানালো, আর সেটা বানালো দেশের রাজনীতি অঙ্গনকে জড়িয়ে। ধাঁধাটা হলো, সেই নদীর পাড়েই। নৌকা আছে, নদীর অন্য পাড়ে ধানেরশীষও আছে, তারা যাবেন সেই ধানের শীষ থেকে চাল জোগাড় করতে। কারা? আটজন মানুষ; তারা কারা? ১. খালেদা জিয়া, ২. শেখ হাসিনা, ৩. তারেক, ৪. আরাফাত, ৫. জয়, ৬.পুতুল, ৭. জেনারেল মঈন, ৮. দুদক চেয়ারম্যান (হাসান) শর্তগুলো হলো, ক. নৌকায় একবারে দুইজনের বেশী উঠতে পারেনা খ. নৌকা বাইতে পারেন খালেদা, হাসিনা আর মঈন গ. খালেদা পাশে না থাকলে, বুঝেনই তো, হাসিনা তারেক আর আরাফাতকে মাইরা ফেলবে ঘ. হাসিনা পাশে না থাকলেও একই ঝামেলা, হে হে হে, খালেদা জয় আর পুতুলকে মাইরা ফেলবে ঙ. তবে তারেক, আরাফাত, জয়, পুতুল এই চারজনের সবার সাথে সবার ভাল খাতির চ. তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হইল, মঈন পাশে না থাকলে দুদক চেয়ারম্যান হাসান সাহেব হাসিনা, খালেদা, আর তাদের পুত্রকন্যা সবাইকেই মেরে ফেলবে, যাকে পাবে তাকেই মেরে ফেলবে এখন ভাবেন, কিভাবে নৌকা দিয়া অন্যপাড়ে যাইবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।