বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] প্রতি বছরের ন্যায় এবারও জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস প্রকাশ করলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ৭০ জন মানুষের তালিকা। এ তালিকায় বিভিন্ন দেশের সরকার প্রধান, ধর্মীয় নেতা যেমন রয়েছেন তেমনি রয়েছেন মাদক ব্যবসায়ী, ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। আমাদের এই উপমহাদেশের বেশ কয়েকজনও রয়েছেন এই তালিকায়।
তালিকার প্রথম ১০ জনের নাম ও সংক্ষিপ্ত পরিচয় নিচে উল্লেখ করা হলো,
১. বারাক ওবামা (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট)
২. ভ্লাদিমির পুতীন (রাশিয়ার প্রধানমন্ত্রী)
৩. হু জিন তাও (গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট)
৪.এঞ্জেলা মার্কেল (জার্মানীর চ্যান্সেলর)_
৫. বিল গেটস (মাইক্রোসফটের কর্ণধার এবং বিল ও মেলিন্ডা ফাউন্ডেশনের কো-চেয়ার)
৬. আব্দুল্লাহ্ বিন আব্দুল আজীজ আল সউদ (সউদী আরবের বাদশাহ্)
৭. পোপ বেনেডিক্ট ১৬ (রোমান ক্যাথলিক চার্চের পোপ)
৮. বেন বার্নান্ক (যুক্তরাষ্ট্রের ফেডারেল রিসার্ভের চেয়ারম্যান)
৯. মার্ক জুকারবার্গ (সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা)
১০. ডেভিড ক্যামরন (যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী)
গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন ও ল্যারী পেজ যৌথভাবে রয়েছেন তালিকার ৩০ তম স্থানে। ২৬ তম স্থানে রয়েছেন ইরানের গ্রান্ড আয়াতুল্লাহ্ আলী হুসেইনী খামেনী। সউদী আরবের তেল মন্ত্রী আলী আল নাঈমী ৩১ তম স্থানে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ৫৩ তম স্থানে আর বর্তমান সময়ে আমার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান রয়েছেন ৪৮ তম স্থানে।
উপমহাদেশের বেশ কয়েকজন রয়েছেন এই তালিকায়। যেমন, ১১ তম স্থানে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, ১৯ তম স্থানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ৩৪ তম স্থানে পাকিস্তানের সেনা বাহিনী প্রধান আশফাক পারভেজ কায়ানী, ৩৫ তম স্থানে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রীর চেয়ারম্যান মুকেশ আম্বানী, ৪৭ তম স্থানে পৃথিবীর বৃহত্তম ইস্পাত তৈরীর কোম্পানী ভারতের আরসেলর মিত্তালের চেয়ারম্যান লক্ষী মিত্তাল, ৫৬ তম স্থানে পাকিস্তানের আই এস আই -এর প্রধান আহমেদ সুজা পাশা এবং ৬১ তম স্থানে রয়েছেন ভারতের উইপ্রো লিমিটেডের চেয়ারম্যান আজিম হাশিম প্রেমজী।
আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরাও রয়েছে এই তালিকায়। যেমন, ড্রাগ ব্যবসায়ী জোয়াকুইন গুজম্যান লোয়েরা এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহীম কাসকার।
বিঃ দ্রঃ বাংলাদেশের কোন ব্যক্তি এই তালিকায় নেই।
তথ্যসূত্রঃ
www.forbes.com
www.forbes.com/powerful-people/#p_1_s_a0_All%20countries_All%20categories_
www.forbes.com/powerful-people/gallery
finance.yahoo.com/career-work/article/113733/worlds-most-powerful-people-forbes ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।